ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফ্রান্সের সবচেয়ে বয়স্ক চিকিৎসক ডা. ক্রিশ্চিয়ান শেন, বয়স ৯৮ বছর। কিন্তু এই করোনাভাইরাস মহামারির মধ্যেও তিনি রোগী দেখছেন। এমনকী বৃদ্ধাশ্রমে গিয়েও রোগীদের সেবা দিচ্ছেন।
সম্প্রতি বিবিসির সঙ্গে কথা বলেছেন প্যারিসের এই ডাক্তার।
ডা. শেন জানান, 'সবাই খুবই ভীত, আমি অবশ্য খুবই সতর্ক। আমার স্ত্রী আতঙ্কে থাকেন যে আমি এই ভাইরাস বাড়িতে নিয়ে আসতে পারি। তার আশঙ্কা অবশ্য মিথ্যা নয়।'
তিনি জানান, প্যারিসে তার চেম্বার কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু তিনি অনলাইনে চিকিৎসা সেবা চালিয়ে যান এবং এই মহামারির মধ্যেও সপ্তাহে একদিন বৃদ্ধাশ্রমে রোগী দেখতে যাচ্ছেন।
ডা. শেন বৃদ্ধাশ্রমে চিকিৎসা দিতে যাওয়ার বিষয়ে বলেন, 'এই ভাইরাস মহামারির মধ্যে আমি তাদের ফেলে দিতে পারি না। তারা নিজেরা যে নিজেদের দেখভাল করতে সক্ষম নন।'
করোনা মহামারির কারণে বৃদ্ধাশ্রমগুলো এখন বিশেষ ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই ভয়ে ডা. শেন ঘরে বসে থাকতে চান না। তার কথায়, 'আমরা খুবই ভাগ্যবান। আমাদের বৃদ্ধাশ্রমে এখনো কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হননি। কেউ আক্রান্ত হলে যে সর্বনাশ হবে।'
অবসর নেয়ার কথা ভাবছেন কি না? এই পশ্নের উত্তরে তিনি বলেন, আমার বয়স প্রায় ৯৯ বছর। আমি অবশ্য আগের মতো অত কাজ করি না। নিজের স্বাস্থ্যের কথাও যে ভাবতে হয়!