আন্তর্জাতিক ডেস্ক : জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চীন সরকার সোমবার (৩১ মে) এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে।
এখন থেকে চীনা নাগরিকরা তিনটি সন্তান নিতে পারবেন। এতে তারা সরকারি কোনো বাধার সম্মুখীন হবেন না। খবর আরব নিউজের।
জনসংখা বৃদ্ধির লাগাম টানতে ২০১৬ সালে চীনে এক-সন্তান নীতিগ্রহণ করে। এতে বলা হয়, একের অধিক সন্তান হলে তারা সরকারি সুযোগ-সুবিধা পাবেন না বলে তখন প্রজ্ঞাপণ জারি করা হয়েছিল।
পরে তা দুই সন্তান পর্যন্ত শিথিল করা হয়েছিল। কিন্তু জাপান আর ইতালির মতো জন্মহার আশঙ্কাজনক হারে করে যাওয়ায় চীন সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এখন তিন-সন্তান নীতি অনুমোদন করেছে।
এ মাসের শুরুর দিকে চীনে একটি জরিপে দেখা যায়, ১৯৫০ সালের পর এই প্রথম জন্মহার সবচেয়ে কম। এতে দেখা যায়, ২০২০ সালে চীনা নারীদের সন্তান জন্ম দেওয়ার হার ছিল ১ দশমিক ৩। এ কারণে জন্মহার বাড়াতে দম্পতিদের তিন সন্তান নেওয়ার অনুমোদন দেওয়া হয় দেশটিতে।
সান নিউজ/এম
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            