আন্তর্জাতিক

ভারতে রাশিয়ার 'স্পুটনিক ভি' টিকাকরণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তৈরি করোনার টিকা ‘স্পুটনিক ভি’ ভারতীয় জনগণের মাঝে দেওয়া শুরু হয়েছে। শুক্রবার (১৪ মে) থেকে ভারতে এ টিকা দেওয়া শুরু হয়। ভারতের সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিজ কর্তৃক টিকা প্রয়োগের অনুমোদন পাওয়ার পরই শুরু হয় টিকাকরণ কার্যক্রমের। দক্ষিণের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে ডক্টর রেড্ডিস ল্যাবের তরফে প্রথম দফায় রাশিয়ান ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় মিডিয়ার খবরে প্রকাশ, ৫ শতাংশ জিএসটি-সহ আপাতত এই টিকার প্রতিটি ডোজের দাম ধার্য হয়েছে ৯৯৫.৪০ টাকা। তবে, পরবর্তীকালে ভারতে এই ভ্যাকসিন উৎপাদন শুরু হলে কমতে পারে দাম।

উল্লেখ্য, বৃহস্পরিবার (১৩মে) মস্কো থেকে ভারতে আসে টিকার ডোজের প্রথম ব্যাচ। নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ভি কে পল জানান, আগামী সপ্তাহ থেকে এই টিকা বাণিজ্যিকভাবে বাজারজাত করে পুরোদমে টিকাকরণ শুরু হবে। জুলাই মাস থেকে ভারতেই স্পুটনিক ভি-র উৎপাদন হবে বলে জানান তিনি। সব ঠিক থাকলে ভারতে প্রায় ১৬ কোটি টিকার ডোজ তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে, ভারতে ফাইজার, মডার্না, জনসন এন্ড জনসনের মতো বিদেশি সংস্থার টিকাও অনুমোদনের অপেক্ষায়। সেগুলো অনুমোদন পেলে ভারতে প্রলয়ঙ্করী করোনা প্রকোপের মুখে টিকার আকাল কিছুটা কমবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর রাশিয়ার 'স্পুটনিক ভি' হল তৃতীয় টিকা, যা ভারত সরকার অনুমোদন দিয়েছে জরুরি প্রয়োগের জন্য। তিনটি ট্রায়ালের পর স্পুটনিক টিকায় প্রায় ৯২ শতাংশ কার্যকারিতা লক্ষ্য করা গেছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা