আন্তর্জাতিক

আবারও অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্য কর্নাটকের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৪ জন করোনা রোগী মারা গেছেন।

রোববার (২মে) মধ্যরাতের দিকে রাজ্যের সম্রাজ্যনগর শহরের একটি সরকারি হাসপাতালে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হাসপাতালটিতে মোট ১৪৪ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। মৃতদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই মারা গেছেন এই হতভাগ্য রোগীরা।

রাজন্য নামে এক ব্যক্তির ভাই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ওই হাসপাতালে। এনডিটিভিকে রাজন্য বলেন, ‘রাত ১২ টার দিকে আমার ভাই ফোন করে আমাকে বলল, হাসপাতালে কোনো অক্সিজেন নেই। আমি ও পরিবারের সদস্যরা তার ফোন পেয়ে তাড়াতাড়ি হাসপাতালে ছুটে আসি।’

‘আমরা যখন হাসপাতালে পৌঁছলাম তখন আমাদের ঢুকতে দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষকে আমি বারবার বলেছি, আমার ভাই ভেতরে মরণাপন্ন অবস্থায় আছে; কিন্তু তারা কর্ণপাত করেনি। কিছুক্ষণ পর আমি যখন তাকে ফোন করলাম, ততক্ষণে তার জীবন শেষ হয়ে গেছে। আমার ভাই অক্সিজেনের অভাবে মারা গেছে।’

লোকেশ নামের এক ব্যক্তি জানান, রোববারের মৃতদের তালিকায় তার ছেলেও আছে।

এনডিটিভিকে লোকেশ বলেন, ‘আমার ছেলে সুস্থ হয়ে উঠছিল। যদি সেখানে একটি অক্সিজেন সিলিন্ডার থাকত তার পাশে।’

সাম্রাজ্যনগর শহরটি ভারতের লোকসভার যে সংসদীয় আসনের অন্তর্ভুক্ত, সেই মাইসোরের এমপি প্রতাপ সিমহা বলেন, ‘গতরাতে সাংবাদিকদের মাধ্যমে ওই হাসপাতালের অক্সিজেন সংকটের কথা জানতে পেরেছিলাম। এরপরই আমি জেলার ডেপুটি কমিশনারের (ডিসি) সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাকে অবহিত করে জরুরি ভিত্তিতে কিছু করার অনুরোধ জানিয়েছি।

পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার পাঠানোর ব্যবস্থা করি। কেন্দ্রীয় সরকার থেকেও কোটার ভিত্তিকে আমাদের অক্সিজেন সরবরাহ করা হয়েছে।’

‘এতকিছুর পরও এই মর্মান্তিক ঘটনা এড়ানো গেল না। সম্রাজ্যনগর কোনো প্রত্যন্ত এলাকা নয়, তারপরও কিভাবে এই ঘটনা ঘটল সেটি তদন্ত করে দেখা প্রয়োজন।’

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

কর্নাটক রাজ্য সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা ইতোমধ্যে আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) কর্মকর্তা শিবযোগী কালাচাদকে ঘটনাটি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, কর্নাটক পুলিশ মহাপরিদর্শক প্রবীন সুদকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বারষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী সিএন অশ্বত্থ নারায়ণ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতের যে কয়েকটি রাজ্য সম্প্রতি করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে উপরে আছে, সেগুলোর মধ্যে অন্যতম কর্নাটক। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭৩৩ জন এবং মারা গেছেন ২১৭ জন। বর্তমানে কর্নাটকে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৪৩৬ জন।

সূত্র: এনডিটিভি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মা হচ্ছেন সানা সৈয়দ

বিনোদন ডেস্ক: বিয়ের ৩ বছর পর মা হতে চলেছেন ‘কুণ্ডলী ভা...

রাঙ্গামাটিতে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির সহিংসতার উত্তাপ রাঙ্গামাটিতে ছড়িয়...

অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার উ...

খাগড়াছড়ির পর রাঙামাটিতেও সংঘাত

জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে সহিংসতার উত্তাপ ছড়িয়েছে পাশের জেল...

আদালতে সাবেক পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের সাবেক পরি...

মব কিলিং সরকার সমর্থন করে না

নোয়াখালী প্রতিনিধি : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উ...

রিমান্ডে ডিসি মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর নিউমার্কে...

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ২৮৫

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ২৮৫ জনের প...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটার...

অনেক সচিব নাশকতার চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনো বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা