আন্তর্জাতিক

জুনে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা

আন্তর্জাতিক ডেস্ক: আগামী জুনে ইউরোপের ১২ থেকে ১৫ বছরের শিশু-কিশোররা করোনার টিকা পেতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ফাইজার-বায়োএনটেক এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি উগুর সাহিন জার্মান সংবাদমাধ্যম ডের স্পাইজেলকে জানিয়েছেন, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদনের জন্য পাঠাতে এই টিকা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই টিকার ট্রায়ালের তথ্য মূল্যায়নে গড়ে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে।

রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এবং মহামারির অবসানের দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয় শিশুদের টিকা দেওয়ার বিষয়টিকে। আগামী শিক্ষাবর্ষ শুরুর আগে শিশুরা টিকা পেলে এটি অভিভাবকদের ওপর ব্যাপক পরিমাণে চাপ কমাবে।

চলতি মাসের শুরুর দিকে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের করোনার টিকার জরুরি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রে আবেদন করেছিল ফাইজার। আগামী বুধবার একই ধরনের অনুমোদনের জন্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির কাছে আবেদন করা হবে বলে জানান সাহিন।

গত মার্চে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ওপর করোনার টিকা শতভাগ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

ছয় মাসের বেশি বয়সী শিশুদের করোনার টিকার অনুমোদনের জন্যও কাজ চলছে বলে জানিয়েছিল যৌথ প্রতিষ্ঠানটি।

সাহিন বলেন, ‘জুলাইয়ে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের ট্রায়ালের ফলাফল হাতে আসবে এবং এরচেয়ে কম বয়সীদের ফল আসবে সেপ্টেম্বরে।’ চলমান ট্রায়ালের ফলাফল অনেক বেশি উৎসাহব্যঞ্জক বলেও জানিয়েছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির হতে পারে। তাই সেসব এলাকার নদ...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা