আন্তর্জাতিক

‘ধর্মীয় দলগুলো ইসলামের অপব্যবহার করছে’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে চলমান সহিংসতার ঘটনায় সেখানকার রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর তীব্র সমালোচনা করে বলেছেন, দেশের ক্ষতিসাধনের জন্য ধর্মীয় এবং রাজনৈতিক দলগুলো ইসলামের অপব্যব্হার করছে।

নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার না করতে দলগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

কয়েক মাস আগে ফ্রান্সের বিতর্কিত ম্যাগাজিন শার্লি হেবদোতে ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনায় গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক-পাকিস্তান (টিএলপি) দেশটিতে সহিংস-বিক্ষোভ করে আসছে।

রোববার লাহোরে এই দলটির সশস্ত্র সমর্থকরা পুলিশের সদর দফতরে জিম্মিদশা তৈরি করে। এতে নিরাপত্তাবাহিনীর অন্তত ৬ সদস্য নিহত এবং আহত হন আরও অনেকে। সরকারের সঙ্গে আলোচনার পর সোমবার সকালের দিকে পুলিশের সদস্যদের মুক্তি দিয়েছে টিএলপি।

এই সহিংসতার নিন্দা জানিয়ে ইমরান খান বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননার ঘটনা তুলে ধরার জন্য মুসলিম দেশগুলোর প্রধানদের সাথে নিয়ে তিনি একটি প্রচারণা শুরু করছেন।

তিনি বলেন, ‌‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, অনেক সময় আমাদের রাজনৈতিক এবং ধর্মীয় দলগুলো ইসলামকে ভুলভাবে ব্যবহার করে। এটিকে তারা এমনভাবে ব্যবহার করে যাতে নিজ দেশেরই ক্ষতি হয়।’

পাক এই প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের জনগণ পবিত্র নবীকে (সা.) ভালোবাসেন।’ ধর্ম এবং হযরত মোহাম্মদ (সা.) এর প্রতি পাকিস্তানিদের যে ধরনের ভালোবাসা; তা বিশ্বের আর কোথাও, কোনো দেশে তিনি দেখেননি বলে মন্তব্য করেন।

নবীকে (সা.) কে কত বেশি অথবা কম ভালোবাসেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কে— প্রশ্ন করে ইমরান খান বলেন, আমি দুঃখ পেয়েছি যে, অসংখ্যবার এই ভালোবাসার অপব্যবহার হয়েছে। সরকার কি এটি নিয়ে উদ্বিগ্ন নয়? হযরত মোহাম্মদ (সা.) এর প্রতি যখন অসম্মান দেখানো হয়; তখন আমরা কি কষ্ট পাই না?

হযরত মোহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের দায়ে ইসলামাবাদে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারে টিএলপি আগামী ২০ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সরকারকে আল্টিমেটাম দিয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের হাজার হাজার ইসলামপন্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দেশটির কট্টরপন্থী দল টিএলপির নেতা আল্লামা সাদ হুসাইন রিজভিকে গত সোমবার গ্রেফতারের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।

আল্লামা সাদকে গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে অবস্থান ধর্মঘট পালন শুরু করে টিএলপি। রোববার টিএলপির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত ও শতাধিক আহত হয়েছেন এবং গ্রেফতার করা হয়েছে হাজারের বেশি। দেশজুড়ে সহিংস তাণ্ডব চালানোর অভিযোগে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‌‘এ ধরনের কর্মকাণ্ডে কোনোভাবেই ইসলামের উপকার হবে না। এতে শুধুমাত্র পাকিস্তানেরই ক্ষতি হবে। যেসব দেশে ব্ল্যাসফেমি কর্মকাণ্ড ঘটছে সহিংস বিক্ষোভ-প্রতিবাদের ফলে পাকিস্তানের সঙ্গে তাদের কোনো পার্থক্য তৈরি হবে না।’

মুসলিম বিশ্বের দেশগুলোকে নিয়ে ইমরান খান নতুন একটি প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছেন। ইসলাম এবং হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর কোনো কিছু করা হলে এর মাধ্যমে তা ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে তোলা হবে।

ইমরান খান বলেন, এমন এক সময় আসবে যখন পশ্চিমা বিশ্বের দেশগুলো নবী মোহাম্মদ (সা.) কে অবমাননার আগে দু’বার চিন্তা করবে। আমরা যদি সব মুসলিম দেশগুলোকে একত্রিত করে একটি প্রচারণা শুরু করি... তাহলে এটি এক ধরনের পার্থক্য তৈরি করবে এবং পশ্চিমে পরিবর্তন আসবে। অন্যথায় আমরা প্রতিনিয়ত দেশে ভাঙচুর করে যাবো এবং এটি পশ্চিমা বিশ্বে কোনো ভিন্নতা আনবে না।

সূত্র: ডন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা