আন্তর্জাতিক

করোনায় বিপর্যস্ত ভারত, লকডাউনে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা পরিস্থিতি আবারও বেশ খারাপ স্থানে চলে গেছে। দেশটিতে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ।

লাগামহীন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কারফিউ ঘোষণার পর এবার লকডাউন জারি করেছে দিল্লি রাজ্য সরকার।

সোমবার ১৯ এপ্রিল) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই সোমবার (১৯ এপ্রিল) রাত ১০ টা থেকে সামনের সোমবার (২৬ এপ্রিল) ভোর ৫ টা পর্যন্ত লকডাউনে থাকবে দিল্লি। এই সময়সীমার মধ্যে সরকারী ও জরুরি সেবা প্রদানকারী সব দফতর খোলা থাকবে।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মীদের আগামী সাত দিন বাড়িতে থেকে দাফতরিক কাজ করতে হবে। মুদি দোকান, খাবার ও ওষুধের দোকান, পত্রিকার হকারদের লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। ব্যাংক, এটিএম, বীমা প্রতিষ্ঠানগুলোও লকডাউনের মধ্যে চালু থাকবে। পাশাপাশি চালু থাকবে হোম ডেলিভারি সেবাও।

সোমবারের ঘোষণায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

করোনায় আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সেবা দিতে এই লকডাউন কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে দিল্লির বাসিন্দাদের উদ্দেশে কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না…আমি এও বলছি না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।’

‘তবে সংকট যে চলছে— এটা সত্য। যে কোনো ব্যাবস্থারই একটা সীমা থাকে এবং বর্তমান পরিস্থিতিতে সেটি প্রায় অতিক্রম হওয়ার মতো অবস্থায় পৌঁছেছি আমরা।’

ভারতে করোনায় শীর্ষ বিপর্যস্ত শহরগুলোর একটি নয়াদিল্লি। সম্প্রতি দ্বিতীয়বারের মতো বড় আকারে প্রকোপ শুরুর পর নয়াদিল্লির স্বাস্থ্য ব্যবস্থা শোচনীয় পরিস্থিতির মুখে পড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে কিছুদিন আগেই সেখানে বিধিনিষেধসহ সপ্তাহান্তে কারফিউ জারি করেছিল রাজ্য সরকার।

রোববার দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬২ জন, মারা গেছেন ১৬৭ জন। সেখানকার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্প্রতি দিল্লিতে করোনায় আক্রান্তের হার বেড়েছে ৩০ শতাংশ। করোনা টেস্ট করাতে আসা প্রতি তিন জনে একজন ‘পজিটিভ’ শনাক্ত হচ্ছেন।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যে খুব শিগগিরই লকডাউন আরোপ করা হবে দিল্লিতে, তার আঁচ রোববারই (১৮ এপ্রিল) পাওয়া গিয়েছিল।

দিল্লির শীর্ষস্থানীয় এক চিকিৎসক ডা. আমব্রিশ মিথাল রয়টার্সকে রোববার বলেছিলেন, ‘দিল্লিকে এক থেকে দুই সপ্তাহ লকডাউন করে রাখা ছাড়া এখন আর কোনো উপায় নেই। সপ্তাহে একদিন কারফিউ দিয়ে কিছু হবে না। বর্তমানে এখানকার করোনা পরিস্থিতি অকল্পনীয়।

সূত্র: এনডিটিভি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা