আন্তর্জাতিক

৯ এপ্রিল বাংলাদেশে আসছেন মার্কিন বিশেষ দূত জন কেরি

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ৯ এপ্রিল ঢাকা আসছেন। জো বাইডেন বিশ্বনেতাদের নিয়ে ২২ এপ্রিল জলবায়ুবিষয়ক সম্মেলনের আয়োজন করছেন। ভার্চুয়াল এ সম্মেলনে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে দেশে আসছেন জন কেরি।

বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি ২২-২৩ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন লিডারস সামিট এবং পরবর্তী সময়ে জাতিসংঘের জলবায়ুর পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের সংশ্লিষ্ট পক্ষগুলোর ২৬তম সম্মেলন ‘কপ ২৬’ আয়োজন সামনে রেখে জলবায়ু বিষয়ক ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা বিষয়ে পরামর্শ করার জন্য ১ থেকে ৯ এপ্রিল পর্যন্ত আবুধাবি, নয়াদিল্লি ও ঢাকা সফর করবেন।

জন কেরির সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ৯ এপ্রিল কয়েক ঘণ্টার সফরে ঢাকা আসছেন জন কেরি। তিনি ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে ক্লাইমেট ইস্যুতে একটি সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকায় আসছেন।

মন্ত্রী বলেন, ৪০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের অংশগ্রহণে ভার্চুয়াল মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পরও এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত করতে সশরীরেই আমন্ত্রণপত্র নিয়ে আসছেন জন কেরি।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট বাইডেন তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগ দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিয়েছিলেন। কয়েকদিন পর গত ২৭ জানুয়ারি তিনি জলবায়ু সংকট মোকাবেলায় সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর প্রচেষ্টা জোরদারের লক্ষ্যে শিগগিরই একটি শীর্ষ সম্মেলন আহ্বান করার কথা জানিয়েছিলেন।

যার ধারাবাহিকতায় জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন ‘লিডারস সামিট’-এ ৪০ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এ ভার্চুয়াল শীর্ষ সম্মেলনটি বিশ্ববাসীর দেখার জন্য সরাসরি সম্প্রচার করা হবে।

লিডারস সামিট অন ক্লাইমেটে জলবায়ুকেন্দ্রিক পদক্ষেপ গ্রহণের জরুরি প্রয়োজনীয়তা ও অর্থনৈতিক গুরুত্বগুলো নিয়ে আলোচনা করা হবে। এটি আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি২৬ বা কপ ২৬) সফল করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা পৃথিবীর ওপর জলবায়ু পরিবর্তনের চরম মন্দ প্রভাব বিলম্বিত করার লক্ষ্যে বিশ্বের উষ্ণায়নকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

আসন্ন লিডারস সামিট ও কপ ২৬ উভয় সম্মেলনের মূল লক্ষ্য হবে উষ্ণায়নকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রচেষ্টাকে সহায়তা করা এবং এ লক্ষ্য অর্জনযোগ্য অবস্থায় বহাল রাখা। এছাড়া সম্মেলনে জলবায়ুকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা কীভাবে ভালো বেতনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়ন ঘটাবে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে জলবায়ু প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে তার দৃষ্টান্তও তুলে ধরা হবে।

এ সম্মেলন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জ্বালানি ও জলবায়ুবিষয়ক ‘মেজর ইকোনমিকস ফোরাম অন এনার্জি এন্ড ক্লাইমেট’ পুনর্গঠন করবে, যা ১৭টি দেশের একটি জোট, যারা একত্রিতভাবে বৈশ্বিক প্রায় ৮০ শতাংশ জিডিপি নিয়ন্ত্রণ করে এবং বিশ্বব্যাপী প্রায় ৮০ শতাংশ নির্গমনের জন্য দায়ী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা