আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন ৬ কোটি ২০ লাখ ভোটার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩ নভেম্বর। তবে এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন ছয় কোটি ২০ লাখ ভোটার। ২০১৬ সালের চেয়ে এ সংখ্যা এক কোটি ২০ লাখ বেশি। এমনটাই উঠে এসেছে এনবিসি নিউজ ডিসিশন ডেস্ক/টার্গেট স্মার্ট-এর সমীক্ষায়।

তাদের মতে, এবার যুক্তরাষ্ট্রে আগাম ভোটের সংখ্যা ৯ থেকে ১০ কোটিতে পৌঁছাবে। অর্থাৎ ৩ নভেম্বরের আগেই এতো সংখ্যক মানুষ আগাম ভোট দিয়ে ফেলবেন।

এনবিসি নিউজকে ভোটিং ডাটা সরবরাহ করে ডেমোক্র্যাটিক পলিটিক্যাল ডাটা ফার্ম টার্গেট স্মার্ট। তাদের সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করেই নির্বাচনি ভবিষ্যত বাণী করে থাকে সংবাদমাধ্যমটি।

দোদুল্যমান রাজ্যগুলোতে এবার আগাম ভোটের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। মেইলেও নিজেদের রায় জানিয়ে দিয়েছেন বিপুল সংখ্যক ভোটার। নির্বাচনি বৈতরণী পার হতে গুরুত্বপূর্ণ যে ‘ব্যাটলগ্রাউন্ড’ বা ‘দোদুল্যমান’ রাজ্যগুলো রয়েছে তার একটি পেনসিলভানিয়া। সেখানে এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ। ২০১৬ সালের নির্বাচনে সেখানে মোট আগাম ভোটের সংখ্যা ছিল ১২ লাখের কিছু বেশি। কিন্তু এবার নির্বাচনের এক সপ্তাহ আগেই এ সংখ্যা গতবারের পরিসংখ্যান ছাড়িয়ে গেছে।

মিশিগান ও উইসকনসিন-এর মতো দোদুল্যমান রাজ্যগুলোতেও এবার আগাম ভোটের জয়জয়কার। দুই রাজ্যেই এবার যে পরিমাণ আগাম ভোট পড়েছে সেটি গত বারের প্রায় দ্বিগুণ।

২০১৬ সালের নির্বাচনে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে সামান্য ব্যাবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

ওহাইও, টেক্সাস ও জর্জিয়ার মতো রাজ্যগুলোতেও এবার প্রচুর আগাম ভোট পড়েছে। টেক্সাসে এরইমধ্যে ৬৯ লাখ আগাম ভোট পড়েছে। গতবারের চেয়ে এ সংখ্যঅ প্রায় ১৪ লাখ বেশি। এ রাজ্যের ৪০ শতাংশেরও বেশি ভোটার এরইমধ্যে তাদের রায় জানিয়ে দিয়েছেন।

নর্থ ক্যারোলিনা, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া ও আরিজোনা-র মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতেও এবার আগাম ভোটদানের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গতবারের ট্রাম্প ও হিলারি ক্লিনটন যৌথভাবে সেখানে যে ভোট পেয়েছিলেন এবার এরইমধ্যে তার চেয়ে বেশি আগাম ভোট পড়েছে।

রবিবার প্রকাশিত সিবিএস নিউজ/ইউগভ-এর সমীক্ষা বলছে, ফ্লোরিডায় আগাম ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশই ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন-এর সমর্থক হিসেবে পরিচিত। সেখানে ট্রাম্প সমর্থকদের মধ্যে আগাম ভোটদানের হার ৩৭ শতাংশ। নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার মতো রাজ্যগুলোতের চিত্রও প্রায় রকম। এসব রাজ্যেও আগাম ভোটে এগিয়ে আছেন জো বাইডেন।

দৃশ্যত এবার অনিয়মিত ভোটাররা নির্বাচন নিয়ে আগ্রহী হচ্ছেন। দলে দলে আগাম ভোট দিচ্ছেন তারা। বিশ্লেষকদের ধারণা, ডেমোক্র্যাটদের জেতানোর চাইতে ট্রাম্পকে ঠেকাতেই এবার অনিয়মিত ভোটাররাও নির্বাচনে আগ্রহী হচ্ছেন।

এই রেকর্ড সংখ্যক আগাম ভোটই হয়তো পাল্টে দিতে পারে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের সমীকরণ। তবে শেষ পর্যন্ত হোয়াইট হাউজের টিকিট কার হাতে পৌঁছাবে সে সিদ্ধান্ত নেবেন মার্কিন ভোটাররাই। এজন্য অপেক্ষার প্রহর গুণতে হবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

নুসরাত জাহান ঐশী: বাকিবিল্লাহ ফাহাদকে সভাপতি ও মু. তানযীম সা...

বড়াইগ্রামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্...

খাগড়াছড়িতে চোলাই মদসহ নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে...

হরিপুরে একদিনে ২ শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: এসএসসি পরীক্...

ভালুকায় তিন রাস্তার উদ্ধোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ৩টি নবনি...

ঘুম থেকে উঠে দেখতাম অস্ত্র তাক করা

নোয়াখালী প্রতিনিধি: রাতে আমরা বিজ...

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্...

ঝালকাঠিতে প্রার্থীর ওপর হামলা, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কীর্ত...

সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও...

সজনে পাতার গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক: অলৌকিক গাছ নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা