আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে ৫৭ চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮ টা থেকে রোববার (২৫ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত ৫০ হাজার ১২৯ জন নতুন সংক্রমিত এবং ৫৭৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই তালিকায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্য চিকিৎসকরাও রয়েছেন। সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি তরুণ চিকিৎসকরাও করোনাভাইরাসের শিকার হয়েছেন।

এসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স-এর সাধারণ সম্পাদক ডা. মানস গুমটা বলেন, ‘আমরা ক্লান্ত, অবসন্ন। ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কমপক্ষে ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ক্রমশ স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমে যাচ্ছে’।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ জন করোনা আক্রান্ত এবং ১ লাখ ১৮ হাজার ৫৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৭০ লাখ ৭৮ হাজার ১২৩ জন সংক্রমিত মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ লাখ ৬৮ হাজার ১৫৪ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এ পর্যন্ত ১০ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৪৫৯ জনের দেহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল (শনিবার) ১১ লাখ ৪০ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮.৫০ শতাংশ। সংক্রমণ মুক্ত বা সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ৯০ শতাংশ। মৃত্যু হার ১.৫১ শতাংশে দাঁড়িয়ে আছে।

অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৮ জন সংক্রমিত হয়েছেন এবং একই সময়ে ৫৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৩ লাখ ২ হাজার ৩৪০ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪২৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা