ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, তাকে (খামেনিকে) ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিণতি বরণ করতে হতে পারে। ইরানে হামলা অব্যাহত থাকবে। খবর আল জাজিরার।
ইসরায়েল কাৎজ তেহরানে বাস করা নাগরিকদের এখনই সরে যাওয়ার পরামর্শও দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায় ইসরায়েল কাৎজ বলেন, ‘আমি ইরানি স্বৈরশাসককে সতর্ক করছি—ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ও যুদ্ধাপরাধ চালিয়ে তিনি যে পথ বেছে নিয়েছেন, তা যেন মনে রাখেন।’
তিনি বলেন, ‘ইরানের প্রতিবেশী এক দেশের শাসকের পরিণতির কথা মনে রাখা উচিত তার, যিনি এক সময় ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন। ’
এখানে তিনি ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত ও পরে ফাঁসিতে ঝুলিয়ে মারা যাওয়া ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করেন।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা আজও তেহরানের শাসন ও সামরিক কাঠামোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। ’
এরইমধ্যে ইসরায়েলি বাহিনী তেহরানের বাসিন্দাদের সতর্ক করে বলেছে, তারা যেন দ্রুত শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়।
সাননিউজ/ইউকে