বর্তমানে খুবই আলোচিত বিষয় হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা। আসলেই কি ইসরায়েল পরিকল্পনা করেছিল খামেনিকে হত্যা করার যাতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন এক কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ বলছে, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যে খামেনিকে হত্যার পরিকল্পনা ভালো নয়।
খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দেওয়ার প্রথম রিপোর্ট প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে ট্রাম্প এই রিপোর্ট নিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পর খামেনিকে হত্যার বিষয়ে আলোচনা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা প্রশ্নে মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের ওই রিপোর্ট নিশ্চিত করেননি আবার প্রত্যাখানও করেননি। নেতানিয়াহু বলেছেন, এমন অনেক কথোপকথনের মিথ্যা রিপোর্ট আছে যা কখনও ঘটেনি এবং আমি এই বিষয়ে কিছু বলছি না।
তবে আমি আপনাকে বলতে চাই যে আমাদের যা করা দরকার তাই আমরা করি। আমরা তাই করব, আমাদের যা করতে হবে এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র জানে তার জন্য কোনটি ভালো, সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু।
ইসরায়েলি একজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, নীতিগতভাবে ইসরায়েল রাজনৈতিক নেতাদের হত্যা করে না। আমাদের লক্ষ্য পারমাণবিক এবং সামরিক।
আমারবাঙলা/সাননিউজ/ইউকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            