সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে ভূমিধসে নিহত ১৪৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। এটি টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই ভূমিধসে আহত হয়েছেন আরও প্রায় ২শত মানুষ। এ সময় আরও শতাধিক মানুষ এখনও ঐ জায়গায় আটকা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। তাদের উদ্ধার অভিযান এখনও চলমান।

আরও পড়ুন: হামাস প্রধান ইসমাইল নিহত

বুধবার (৩১ জুলাই) ১ প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ অবস্থায় ভারতের এই রাজ্যে আরও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এই রাজ্যটির বেশ কিছু জেলায় রেড অ্যালার্টও জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম জানান, মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যে কেরালার ওয়ানাদ জেলায় ধারাবাহিক ভূমিধসের ফলে কমপক্ষে ১৪৩ জনের মৃত্যু হয়েছে এবং এতে আরও প্রায় ১৮৬ জন আহত হয়েছেন। এ সময় সরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালালেও এখনও শতাধিক লোক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি এলাকার পরিবার জানিয়েছে, এ সময় তাদের প্রিয়জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে ভারতীয় সেনাবাহিনী ওয়েনাদে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার জন্য প্রায় ৩০০ জন সেনা সদস্য মোতায়েন করেছে। এছাড়াও প্রয়োজন দেখা দিলে উদ্ধারকাজে নামানোর জন্য আরও ১৪০ জনকে তিরুবনন্তপুরমে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

আরও পড়ুন: কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ৫৪

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং সেনাবাহিনীকে সহায়তা করার জন্য নৌবাহিনীর দল ও হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থলে আনা হয়েছিল। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে দুর্যোগ ত্রাণ দলও পাঠানো হয়েছে এবং উদ্ধারকারী কুকুর দলগুলোকেও এয়ারলিফট করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে কেরালা অঞ্চলটি অবিরাম বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বৃষ্টির জেরে সেখানকার অবরুদ্ধ রাস্তাগুলো এ দুর্যোগের মধ্যে ত্রাণ প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। এই রাজ্যটিতে ২৪ ঘণ্টার মধ্যে ৩৭২ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং এরপরই ৪ ঘণ্টার মধ্যে ওয়ায়ানাদ জেলায় ৩টি ভূমিধসের ঘটনা ঘটে।

দেশটির আবহাওয়া দপ্তর আগামী কয়েক দিনের জন্য ওয়ানাদ এবং অন্যান্য কয়েকটি জেলায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই সময় সতর্কতা জারি করা হয়েছে ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাদ, কান্নুর এবং কাসারগোড জেলার জন্য। এ জেলাগুলোতে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে রকেট হামলা, নিহত ১২

এছাড়াও ৪টি জেলা অরেঞ্জ অ্যালার্টের অধীনে রয়েছে। এ সকল জেলা হচ্ছে- পাঠানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়ম এবং এরনাকুলাম।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এলডিএফ সরকারকে সকল ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এ সময় তিনি বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতেও বলেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় এই দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা করেছে এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

মঙ্গলবার এই ভয়াবহ ভূমিধসে বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, জলাশয় ফুলে-ফেঁপে উঠেছে এবং বহু গাছ উপড়ে গেছে। মুন্ডক্কাই, চুরামালা, আত্তামালা এবং নূলপুঝার মনোরম গ্রামগুলোও অন্যান্য সকল এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।এতে সেখানে অনেকে আটকে আছেন বলে জানা যায়।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

এমন অবস্থায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মঙ্গলবার সন্ধ্যায় ১টি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন এবং সেখানে উদ্ধার অভিযানের পর্যালোচনা এবং ত্রাণ শিবিরে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করেন।

জরুরি সহায়তার প্রয়োজনে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ১টি কন্ট্রোল রুমও খুলেছে। এ সময় যাদের জরুরি সহায়তার প্রয়োজন তারা কর্তৃপক্ষের সাথে হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

আলফাডাঙ্গা কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে দেশীয়...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা