আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। বেশ কিছু বিজ্ঞানীরা দীর্ঘ ১৫ বছর অ্যান্টার্কটিকায় বসবাসকারী তিমিদের ওপর একটি গবেষণা করে। এ সময় তারা আবিষ্কার করেছেন, তিমিরা কী রকম শব্দ করে। একটি পুরুষ তিমি কী ধরনের শব্দ করে এবং একটি মহিলা তিমি কী ধরনের শব্দ করে? সোনিক জরিপে এই ফলাফল উপস্থাপন করেছেন তারা।
আরও পড়ুন: বাক-বিতণ্ডার জেরে নিহত ১
এজন্য গবেষকরা সোনার সাউন্ড নেভিগেশন এবং রেঞ্জিং নামক একটি প্যাসিভ অ্যাকোস্টিক ডিভাইস ব্যবহার করেছে। এতে তাদের সাহায্যেকরা গবেষকরা ৩ হাজার ৯০০ ঘণ্টা শব্দ ডাটা সংগ্রহ করেন। এ সময় দেখা গেছে, তিমি মূলত ৩ ধরনের শব্দ উৎপন্ন করে থাকে।
সামুদ্রিক স্তন্যপায়ী গবেষক অ্যাকোস্টিশিয়ান ব্রায়ান মিলারের নেতৃত্বে এই গবেষণাটি করা হয়। তিনি অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রামের সাথে যুক্ত। এতে অ্যান্টার্কটিক নীল তিমির আচরণ হাইলাইট করা হয়েছে। এ গবেষণাটি প্রকাশিত হয় ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স।
আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৭
বিজ্ঞানীরা যে সকল তথ্য সংগ্রহ করেছেন তা তাদের নীল তিমির জনসংখ্যা পর্যবেক্ষণ করতে সহায়তা করবে। এ তথ্য গুলো পরীক্ষা করার পর, গবেষকরা দেখতে পান যে, তিমিরা ৩টি নির্দিষ্ট ধরনের শব্দ উৎপন্ন করে। জেড-কল নামে ১ ধরনের কল আছে, যা শুধু মাত্র পুরুষ তিমি উৎপাদন করে। ইউনিট-এ কল হলো অন্য ১ ধরনের কল যা শুধু এই এলাকাতেই পাওয়া যায়। যেখানে ডি-কলটি পুরুষ এবং মহিলা উভয় দ্বারা উৎপাদিত হয়। এই কলগুলোর সাহায্যে বিজ্ঞানীরা তিমিদের জনসংখ্যা এবং আচরণ সর্ম্পকে বুঝতে পারেন।
বিজ্ঞানীরা এই কলগুলোর অর্থ এখনও খুঁজে বের করতে সক্ষম হননি। তবে ড্রোন ফুটেজ এবং এআই অ্যালগরিদমের সাহায্যে গবেষকরা শীঘ্রই তাদের অর্থ গুলো খুঁজে বের করবেন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            