জেলা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানসুরা (৩০) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ২৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: প্রাণ গেল আরও ১৪ জনের
রোববার (১ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাগেরহাটের রামপাল উপজেলার জিয়াউলের স্ত্রী মানসুরা ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালে ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১৩৬ জন।
সান নিউজ/এএ