স্বাস্থ্য

স্বাস্থ্যবিধি কার্যকরে ফের নামছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিনে দেশে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হয়েছে। বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এ অবস্থায় স্বাস্থ্যবিধি কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মাস্ক না পরলে জরিমানা করবে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশে গত কয়েক দিন ধরে করোনা সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬৬ দিন পর সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৭৩ জনের শরীরে, যা ৮৭ দিন পর সর্বোচ্চ। এজন্য সরকার নতুন করে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত নামানোর কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত যেগুলো ছিল সেগুলো মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যারা মাস্ক না পরে তাদেরকে জরিমানা করবে। নো মাস্ক-নো সার্ভিস কর্মসূচিকে আরও কঠোরভাবে প্রয়োগ করবে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেস্ট কন্ট্রোল করবে।’

করোনা সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা করোনা নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে উদ্ভূত পরিস্থিতি সামাল দেয়ার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমাদের হাসপাতালগুলোতে ওষুধ ও অক্সিজেনের কোনো স্বল্পতা নেই।’

অতিরিক্ত আত্মবিশ্বাস ও স্বাস্থ্যবিধি না মানায় করোনা বাড়ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘দেশের বিভিন্ন পর্যটন এলাকায় মানুষের ভিড় বাড়ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও বেড়েছে। এসব জায়গায় স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। এসব জায়গায় গেলে মনে হয়, দেশে করোনা নেই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করা, নো মাস্ক নো সার্ভিস না মানা, মাত্রাতিরিক্ত সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়া, মাস্ক ব্যবহার না করা করোনা বৃদ্ধির অন্যতম কারণ। নতুন করে যুক্ত হয়েছে করোনার টিকা গ্রহণে অনীহা।’

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ১৭ মার্চ থেকে অতিথিরা আসতে শুরু করবেন। অতিথিদের করোনার টেস্ট করার জন্য কাজ করছে স্বাস্থ্য বিভাগ। অতিথিদের হোটেল থেকে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর আশেপাশে যারা থাকবেন তাদেরও করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে।’

মন্ত্রী জানান, দেশে করোনার প্রকোপ বাড়ছে। একারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ হতে পারে। করোনাসংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

ফুটপাত বিক্রিতে জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফুটপাত গুলো নানা শ্রেণিপেশার মানু...

আজও বায়ুদূষণে ঢাকা সপ্তম

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজধানীর বাতাস অস্...

ভোটে মানুষের আস্থা ফিরেছে

নিজস্ব প্রতিবেদক : গতকাল যে নির্বাচন হয়েছে সেখানে তীব্র গরমে...

ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : খেয়াল-খুশিমতো সব ধরনের ওষুধের দাম বাড়ানো...

হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আব্দুর রহমান না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা