স্বাস্থ্য

করোনা নিয়ে চীনের মিথ্যাচার, গবেষণায় তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এই উহানের প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বরাবরই মিথ্যাচার করে আসছে চীন। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সরকারি পরিসংখ্যানে উহানে করোনা রোগীর যে সংখ্যা দেখানো হয়েছে তা আসলে তিন গুণ বেশি। উহান শহরের গবেষকদের সাম্প্রতিক রিপোর্ট পিএলওএস নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ জার্নালে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে সমগ্র চীনের ৬০ হাজারের বেশি স্বাস্থ্যবান লোকের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়। তাতে দেখা যায়, এরমধ্যে উহানের ১ দশমিক ৬৮ শতাংশের সার্স-কোভি-২ এন্টিবডি পাওয়া গেছে।

চীনের দেওয়া হিসেব অনুযায়ী, উহানে মোট করোনা রোগী ৫০ হাজার ৩৪০ জন। কিন্তু গবেষকরা জানিয়েছেন, এই সংখ্যা ১ লাখ ৬৮ হাজার যা প্রকৃত সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, মোট রোগীর কমপক্ষে দুই তৃতীয়াংশ উপসর্গহীন ছিল। এদিকে চীনের সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৯৬ হাজার ৪৮৪ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৮৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। করোনার আবির্ভাব এবং করোনা নিয়ে তথ্য লুকিয়েছে বলে চীনের বিরুদ্ধে অভিযোগ করেছে বিভিন্ন দেশ। তবে চীন বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রয়টার্স।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা