সংবাদ সম্মেলনে নৃত্যশিল্পী মুরাদজ্জামান খান 
বিনোদন

গ্রেপ্তার নৃত্যশিল্পী ইভানের বন্ধুর সংবাদ সম্মেলন, নির্দোষ দাবি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: নারীপাচারের অভিযোগে ঢাকায় গ্রেপ্তার হওয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের সঙ্গে বরিশালের নৃত্যশিল্পীদের জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনটি করেন বরিশাল নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমির পরিচালক মুরাদজ্জামান খান।

মুরাদ দাবি করেন, বরিশাল থেকে সরাসরি গত ১০ বছরে কোনো নৃত্যশিল্পী ব্যক্তিগতভাবে প্রবাসে যাননি। যেসব শিল্পী গ্রুপের সঙ্গে গেছেন, তারা ফিরেও এসেছন। এর বাইরে শিল্পকলা একাডেমিসহ সরকারি বিভিন্ন মাধ্যমে বিদেশে গেছেন, তাদের নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম-কানুন অনেকটাই কঠোর। ফলে ওইসব ভ্রমণে বিদেশে থেকে যাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন মুরাদ।

তিনি বলেন, ‘খেলাঘর থেকেই আমার নাচ করা শুরু। বরিশালের ছেলে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ জাতীয় পুরষ্কারপ্রাপ্ত। আমিসহ বরিশালের বহু নৃত্যশিল্পী ছোটবেলা থেকে ইভানের সঙ্গে নাচ করেছি।’

‘তিনি ঢাকায় যাওয়ার পর তার মতো করে ধাপে ধাপে একটি অবস্থানে চলে গেছেন। তারপর একজন বন্ধু হিসেবে সোহাগের সঙ্গে যোগাযোগ ছিল। আর তাও একজন বন্ধু হিসেবে যে সম্পর্ক থাকা প্রয়োজন সেটা ছিলো, তবে ব্যক্তিগত জীবনের সঙ্গে নয়।’

তিনি বলেন, ‘সোহাগের বর্তমান ঘটনাটি আমরা শুধু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এর বাইরে আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে কিছু জানি না। কিন্তু একটি কুচক্রি মহল সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বরিশালের একটি অনলাইনে সংবাদ প্রকাশ করিয়েছে। যা সত্য নয় এবং ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ ছাড়া আমার নাম জড়ানো হচ্ছে। প্রয়োজনে সকলেই তদন্ত করে দেখতে পারেন। আর আমি যদি গোয়েন্দা নজরদারিতে থাকি, তাহলে বিষয়টি সম্পর্কে অবগত থাকবো। কিন্তু তাও আমাকে করা হয়নি।’

মুরাদ বলেন, ‘ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে একজন শিল্পী একটা পর্যায়ে আসেন। একজন শিল্পী একদিনে শিল্পী হতে পারেন না। তাকে তিলে তিলে ঘাম ঝড়িয়ে একটা পর্যায়ে খুব কষ্ট করতে আসতে হয়।’

‘একজন নৃত্যশিল্পী হিসেবে এ কাজটিকে আমি অনেক ভালোবাসি। আমার স্ত্রী-সন্তান রয়েছে। নৃত্য সাধারণত মেয়েরা বেশি করে থাকে। আর আমার কাছে শিখতে আসা সকল মেয়েকে সন্তানের চোখে দেখি। আর যদি বদনাম থাকতো, তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের আমাদের কাছে নাচ শেখাতে দিতেন না।’

মুরাদ বলেন, ‘২০০৬ সালে থেকে আমি নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছি। এমনকি দীর্ঘদিন ধরে সম্মানের সঙ্গে বরিশালে জাতীয় প্রোগ্রাম করে আসছি। আর কার্যক্রমের অনুকূলে আমি নিজেই এ পর্যন্ত ১২টি জাতীয় পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। এখনও আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছর জাতীয় পুরস্কার পেয়ে আসছেন। এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থী জাতীয় পুরস্কার পেয়েছেন এবং পাঁচ শতাধিক শিক্ষার্থী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: আইভী

গ্রেপ্তারের আগে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শুক্রবার (৯ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দা...

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এ...

ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধানে আসা: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভা...

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অত...

ফেনীতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের দাবি

ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চব্বিশের বন্যার পুনর্বাসন ও আসন্ন বর্ষা মৌসুমে...

বিশ্ব শান্তি ও সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুরে মহানাম যজ্ঞ শুরু

বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন...

সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

১০ মে: প্রমিলা দেবীর জন্মদিন

আশালতা সেনগুপ্ত, যিনি প্রমিলা দেবী নামেই বেশি পরিচিত, ১৯০৮ সালের ১০ মে (১৩১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা