ছবি: সংগৃহীত
বিনোদন

পশ্চিমবঙ্গে জামিন পেলেন মমতাজ

বিনোদন ডেস্ক: চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগের মামলায় বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদর) আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্ৰেফতারি পরওয়ানা জারি করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত।

আরও পড়ুন: মমতাজের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতে মমতাজ বেগমের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানান গত ৯ আগস্ট কেন তার মক্কেল আদালতে হাজিরা দিতে পারেননি। আইনজীবীর কথা শোনার পর বহরমপুর আদালতের মুখ্য বিচারক অলকেশ দাস তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: শুধু অন্তর্বাস পরে শ্যুটিং, মাধুরীর না

তবে বাদীপক্ষের আইনজীবী মমতাজের জামিনের বিরোধিতা করেন। তারা বলেন, মামলার অভিযোগ গঠন হওয়ার পরও মমতাজ বেগম কীভাবে জামিন পান। অবশ্য তাদের এ যুক্তি আমলে না নিয়ে পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর নির্ধারণ করেন বিচারক।

এদিকে মামলার বাদী শক্তিশঙ্কর বাগচী জানিয়েছেন, এ জামিনের বিরোধিতা করে আগামী ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট মামলা করবেন তিনি।

আরও পড়ুন: ভেঙে যাচ্ছে জোনাস-সোফির সংসার

এ দিন আদালতে সিআরপিসি ২০৫ ধারায় ভারতীয় আইন অনুযায়ী একটি আবেদন করেন মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত।

আদালত যদি আবেদনটি মঞ্জুর করেন, তাহলে ভারতীয় আদালতে মমতাজকে নিয়মিত সশরীরে হাজিরা দিতে হবে না। তবে আদালতের নির্দেশ থাকলে তাকে হাজিরা দিতে হবে।

আরও পড়ুন: প্রথম দিনেই ‘জওয়ান’র রেকর্ড

উল্লেখ্য, ২০০৮ সালে মমতাজ বেগমের বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে মামলা করেন ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজার শক্তিশঙ্কর বাগচি।

তার অভিযোগ, ২০০৪-২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সাথে তার লিখিত চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, ২০০৮ সালে পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মমতাজের। ঐ অনুষ্ঠানে আসার জন্য তাকে ১৪ লাখ রুপি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশি এই সঙ্গীতশিল্পী রুপি নিলেও অনুষ্ঠানে যাননি।

আরও পড়ুন: তোমার স্মৃতি আজও আমায় কাঁদায়

এমনকি পরে রুপি ফেরতও দেননি। ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন মমতাজ। এ কারণে বিভিন্ন সময় হেনস্থার মুখে পড়তে হয় শিবশঙ্কর বাগচীকে। তাই বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

এর আগে ভারতের তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডক্টরেট ডিগ্রি নিয়ে মমতাজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সেই মামলা তামিলনাড়ুর আদালতে এখনো বিচারাধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুরঃ আগামী ০৮ ই মে ২০২৪, রোজ বুধবা...

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

আফ্রিকায় ভারী বৃষ্টি, নিহত ১৫৫

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হ...

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৮টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ...

মাকে গলা কেটে হত্যা করল ছেলে

জেলা প্রতিনিধি: বিয়ে না দেওয়ায় চা...

প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের মধ্যে রোববার (২৮ এপ্রিল)...

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৬১...

তাপামাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের চলমান ত...

বাসে আগুন দিয়ে মানুষ মারার ঘটনায় আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ২৯ অক্টোবর ২০২৩ এ রাজধানীর ডেমরায় অছিম পরি...

ময়মনসিংহে বাসের চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলায় বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা