ছবি: সংগৃহীত
বিনোদন

পশ্চিমবঙ্গে জামিন পেলেন মমতাজ

বিনোদন ডেস্ক: চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগের মামলায় বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদর) আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্ৰেফতারি পরওয়ানা জারি করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত।

আরও পড়ুন: মমতাজের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতে মমতাজ বেগমের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানান গত ৯ আগস্ট কেন তার মক্কেল আদালতে হাজিরা দিতে পারেননি। আইনজীবীর কথা শোনার পর বহরমপুর আদালতের মুখ্য বিচারক অলকেশ দাস তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: শুধু অন্তর্বাস পরে শ্যুটিং, মাধুরীর না

তবে বাদীপক্ষের আইনজীবী মমতাজের জামিনের বিরোধিতা করেন। তারা বলেন, মামলার অভিযোগ গঠন হওয়ার পরও মমতাজ বেগম কীভাবে জামিন পান। অবশ্য তাদের এ যুক্তি আমলে না নিয়ে পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর নির্ধারণ করেন বিচারক।

এদিকে মামলার বাদী শক্তিশঙ্কর বাগচী জানিয়েছেন, এ জামিনের বিরোধিতা করে আগামী ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট মামলা করবেন তিনি।

আরও পড়ুন: ভেঙে যাচ্ছে জোনাস-সোফির সংসার

এ দিন আদালতে সিআরপিসি ২০৫ ধারায় ভারতীয় আইন অনুযায়ী একটি আবেদন করেন মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত।

আদালত যদি আবেদনটি মঞ্জুর করেন, তাহলে ভারতীয় আদালতে মমতাজকে নিয়মিত সশরীরে হাজিরা দিতে হবে না। তবে আদালতের নির্দেশ থাকলে তাকে হাজিরা দিতে হবে।

আরও পড়ুন: প্রথম দিনেই ‘জওয়ান’র রেকর্ড

উল্লেখ্য, ২০০৮ সালে মমতাজ বেগমের বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে মামলা করেন ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজার শক্তিশঙ্কর বাগচি।

তার অভিযোগ, ২০০৪-২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সাথে তার লিখিত চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, ২০০৮ সালে পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মমতাজের। ঐ অনুষ্ঠানে আসার জন্য তাকে ১৪ লাখ রুপি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশি এই সঙ্গীতশিল্পী রুপি নিলেও অনুষ্ঠানে যাননি।

আরও পড়ুন: তোমার স্মৃতি আজও আমায় কাঁদায়

এমনকি পরে রুপি ফেরতও দেননি। ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন মমতাজ। এ কারণে বিভিন্ন সময় হেনস্থার মুখে পড়তে হয় শিবশঙ্কর বাগচীকে। তাই বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

এর আগে ভারতের তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডক্টরেট ডিগ্রি নিয়ে মমতাজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সেই মামলা তামিলনাড়ুর আদালতে এখনো বিচারাধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পিক-আপ চাপায় শ্রমিক নিহত, আহত ৩

ফরিদপুরের বোয়ালমারীতে পিক-আপের চাপায় আক্কেল মোল্লা (৪৫) নামে এক কৃষি শ্রমিক ন...

মুন্সীগঞ্জে আপন দুই ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আপন দুই ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখম...

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা রবিব...

কারওয়ান বাজারে চাঁদাবাজ বিরোধী মানববন্ধনে হামলা, ব্যবসায়ীদের পাল্টা ধাওয়া

ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্...

নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন অন্ত...

নোয়াখালীতে ৬ আসনে ৬২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনন্দমুখর পরিবেশে নোয়াখালীর ৬টি স...

মুন্সীগঞ্জে আপন দুই ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আপন দুই ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখম...

ঝালকাঠিতে ২৫ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠিতে ২৫ জন প্রার্থী মনোন...

এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ...

জামায়াত নেতৃত্বাধীন জোট সরকার গঠনের সক্ষমতা আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা