বিনোদন

ক্যাটরিনার জন্য বরুনের উপর চটেছিলেন সালমান

বিনোদন ডেস্ক: বলিউডের লাস্যময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ অবশেষে প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে শিগগিরই নতুন সংসার শুরু করতে যাচ্ছেন। আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায়। তবে ভিকির আগেও বসন্ত এসেছিল ক্যাটরিনার জীবনে। তবে তা বেশিদিন টিকেনি।

অন্যদিকে, বলিউডের সুপারস্টার সালমান খানের জীবনেও অসংখ্য প্রেম এসেছে, প্রেম ভেঙেছে, আবারও এসেছে। সেই ভাঙা-গড়ার মধ্যে দিয়েই এগিয়েছে জীবন। অবশেষে ক্যাটরিনা কাইফের মধ্যে মনের মানুষ খুঁজে পেয়েছিলেন তিনি। সে বহু বছর আগের কথা। বলিউডে সবে পা রাখছেন ক্যাটরিনা।

সেই সময়েই নবাগতা নায়িকার ঘনিষ্ঠতা হয় বলিউডের প্রথম সারির সালমান খানের সঙ্গে। ক্যাটরিনাকে তখন পথ দেখাচ্ছেন সালমান। হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বলিউডের ‘অ-আ-ক-খ’। ক্যাটরিনাকে সব সময়ে আগলে রাখার তাগিদ অনুভব করতেন বলিউড ‘টাইগার’। এই প্রেমিকার জন্য ঘনিষ্ঠদের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন সালমান। বরুন ধবনও ছিলেন সেই তালিকায়।

জানা গেছে, ব্যান্ডস্ট্যান্ডে একদিন হাঁটতে বেরিয়েছিলেন সালমান-ক্যাটরিনা। তাদের সঙ্গেই ছিলেন বরুন এবং অর্জুন কাপুর। তখনও তারা ‘তারকা’ নন। বলিউডে পা রাখার আগে সালমানের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছিলেন তারা। তখন বরুণ নাকি হাঁটতে হাঁটতে তাকাচ্ছিলেন সপ্তদশী ক্যাটরিনার দিকে। বারবার নায়িকার দিকেই চোখ চলে যাচ্ছিল তার।

ক্যাটরিনা যদিও এসবে বিশেষ আমল দেননি। তবে বরুনের চোরা চাউনি নজর এড়ায়নি সালমান খানের। এর প্রেক্ষিতে বেচারা বরুনের কপালে জুটেছিল ‘ভাইজান’ খ্যাত সালমান খানের ধমক। এর জন্য অনেক করে বকলেন সালমান। কিন্তু বরুন চটলেন ক্যাটরিনার উপরে। এর পরেই দেরি না করে ‘আই হেট ক্যাটরিনা ক্লাব’ খুলে ফেলেন তিনি। এ কাজে বন্ধুকে সঙ্গ দেন অর্জুনও।

পুরো ঘটনাটাই করন জোহরের এক অনুষ্ঠানে এসে ফাঁস করেছেন ভিকির হবু স্ত্রী বলিউডের লাস্যময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ। তবে সবটাই যে মজার ছলে ঘটেছিল, সে কথাও জানান তিনি। কিন্তু নিজেদের বিয়ের বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ দুজনের কেউ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা