বিনোদন

কনসার্ট ফর বাউল রণেশ ঠাকুর

বিনোদন ডেস্ক:

বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো বাউল রণেশ ঠাকুরের নাম জানেন না। জানবেনই বা কি করে! প্রচার বিমুখ এই মানুষটি দীর্ঘ চল্লিশ বছর যাবত প্রাণ যুগিয়ে যাচ্ছেন বাংলা গানের। লোক গীতি, বাউল গীতি সংগ্রহ করে গড়েছিলেন বিশাল এক সংগ্রহশালা। সঙ্গীত শিল্পী হিসেবে আর দশ জনের মত আধিপত্য না থাকলে, তার সংগ্রহে ছিল সঙ্গীতের মহামূল্যবান নথী। ছিল প্রয়াত বাউল শাহ্‌ আব্দুল করিমের লেখা কিছু গান।

কিন্তু দুঃখের বিষয় হল, দুর্বৃত্তদের দেওয়া আগুনে গানের ঘর পুড়েছে সুনামগঞ্জের বাউল রণেশ ঠাকুরের। আগুনে শুধু ঘরই পুড়েনি, পুড়েছে বাদ্যযন্ত্র আর চল্লিশ বছর ধরে জমানো গানের সংগ্রহশালা। সর্বস্ব হারিয়ে বাউল এখন অসহায় দিন কাটাচ্ছেন। গানের সংগ্রহ হারানোর বেদনা যেন ঘর হারানোর কষ্টকেও ছাড়িয়ে গেছে।

তাই ঘর ও মনপোড়া এই শিল্পীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আয়োজন করা হচ্ছে ‘লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর’। কনসার্টে অংশ নেবেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও প্রবাসের শিল্পীরা। ‘লাইভ কনসার্ট ফর বাউল রণেশ ঠাকুর’ সমন্বয় করছেন প্রবাসী উজ্জ্বল দাশ।

উজ্জ্বল দাশ বলেন, ‘রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিংসযোগের প্রতিবাদ জানানোর পাশাপাশি এই বাউলের দুর্দিনে তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্য থেকেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কেবল রণেশ ঠাকুর নয়, এই করোনা-আপৎকালে থাকা সকল বাউল শিল্পীদের পাশে দাঁড়ানো ও স্থায়ী নিরাপত্তার নিশ্চিত করারও চেষ্টা চালাচ্ছি আমরা।’ তিনি জানান, অনলাইন কনসার্টে অংশ নেবেন বৃহত্তর সিলেট অঞ্চলের বাউল শিল্পীরাও।

আয়োজকেরা জানিয়েছেন, বাদ্যযন্ত্র ছাড়া এই ব্যতিক্রমী কনসার্টে বাউল রণেশ ঠাকুরের প্রতি সংহতি জানাবেন শিল্পী বাপ্পা মজুমদার, বাউল শফি মণ্ডল,পিন্টু ঘোষ, জলের গানের রাহুল আনন্দ, শিল্পী কনক আদিত্য, মেঘদলের শিবু কুমার শীল, শিল্পী আশিক, অবসকিওর ব্যান্ডের টিপু, বাউলা’র প্রকাশ, লন্ডন থেকে অমিত দে, গৌরী চৌধুরী, কানাডা থেকে আশিকুজ্জামান টুলু, যুক্তরাষ্ট্র থেকে তাজুল ইমাম, ক্ষ ব্যান্ডের সোহিনী আলম, জার্মানি থেকে শবনম সুরিতা ডানা, অস্ট্রেলিয়া থেকে পারমিতা দে, ভারত থেকে দোহার ব্যান্ডের রাজীব, সিলেটের বাউল সূর্যলাল দাস ও বাউল বশীর উদ্দিন সরকার। এতে অংশ নেবেন বাউল রণেশ ঠাকুর নিজেও।

কনসার্টটি আগামী ৩০ মে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা, কানাডা সময় সকাল ১০টা, যুক্তরাজ্য সময় বেলা ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানটি ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত হবে। এটি প্রচার করবে আয়োজনের সহযোগী দাশ এন্ড কোং, নগরনাট ও সিলেট টুডে ২৪। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ বাউল রণেশকে দেওয়া হবে।

প্রসঙ্গত সুনামগঞ্জের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অন্যতম শিষ্য বাউল রণেশ। গত ১৭ মে মধ্যরাতে জেলার উজানধল গ্রামে এ বাউলের গানের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার...

লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফ...

রাতভর কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অ...

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন...

বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহি...

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা