বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া তাঁর সর্বশেষ মিউজিক ভিডিও ‘থোড়ি সি দারু’ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছিলেন। পাঞ্জাবি গায়ক এপি ধিল্লো ও গায়িকা শ্রেয়া ঘোষালের গানের ভিডিওতে এপির সঙ্গে তারার রসায়ন ছিল চর্চায়। তবে এবার তারার সঙ্গে আলোচনায় অভিনেতা বীর পাহাড়িয়া। দুজনে যে সম্পর্কে জড়িয়েছেন, তারার নতুন ইনস্টাগ্রাম পোস্ট তারই প্রমাণ। মনে করা হচ্ছে, এই পোস্ট দিয়ে কার্যত সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তাঁরা। খবর হিন্দুস্তান টাইমসের
তারা সম্প্রতি এপি ধিল্লোর সঙ্গে ‘থোড়ি সি দারু’র কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি একটি সোনালি রঙের ব্যাকলেস, হাল্টার-নেক মিনি ড্রেস পরে আছেন। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে বীর পাহাড়িয়া মন্তব্য করেছেন, ‘মাই’।
সঙ্গে একটি তারকা ও রেড হার্টের ইমোজি। তারা সেটির জবাবে লিখেছেন, ‘মাইন’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। তারার ‘তুমি আমার’ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে যে তাহলে কি সম্পর্কে পড়ল সিলমোহর?
আদর জৈনের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই তারা ও বীরের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। দুজনকে একই রেস্তোরাঁয় ডিনার সারতে দেখা যায়।
এ ছাড়া বলিউডের বিভিন্ন সিনেমার প্রিমিয়ার ও অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুই তরুণ অভিনয়শিল্পীকে। তবে নিজেদের সম্পর্কের কথা কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। মনে করা হচ্ছে, পোস্টে প্রতিক্রিয়া আর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে এবার তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন।
সাননিউজ/এসএ