বিনোদন

 হতাশ তরুণদের ঘুরে দাঁড়ানোর প্রেরণা


হতাশ তরুণদের ঘুরে দাঁড়ানোর প্রেরণা

সিলভেস্টার স্ট্যালোন তখনো হলিউডে পায়ের তলে মাটি খুঁজছেন। ১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ সিনেমায় এক্সট্রার চরিত্র থেকেও বাদ পড়েন। তবে একদম যে কাজ ছিল না তা নয়, কিছু সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করছিলেন। একদিন গেলেন মোহাম্মদ আলী ও চাক ওয়েপনারের বক্সিং লড়াই দেখতে। সর্বকালের সেরা বক্সারের বিপক্ষে ওয়েপনারের লড়াই মুগ্ধ করেছিল স্ট্যালোনকে। কিন্তু শুধু মুগ্ধতাতেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকল না। বক্সিং নিয়ে সিনেমার চিত্রনাট্য লেখার ভূত চেপে বসল স্ট্যালোনের মাথায়। তিন দিনের মধ্যে ৯০ পৃষ্ঠার চিত্রনাট্য লিখেও ফেললেন।

এবার প্রযোজক ধরার পালা। স্ট্যালোন তখন প্রকট আর্থিক সংকটে। ব্যাংকে আছে মাত্র ১০৬ ডলার। যাতায়াতের জন্য তাঁর কোনো গাড়িও নেই। পয়সার অভাবে পোষা কুকুরটাও বেচে দিয়েছেন। স্ট্যালোন তাঁর চিত্রনাট্যকে পুঁজি করে এই দুরবস্থা থেকে বের হয়ে আসার স্বপ্ন দেখছিলেন। কিন্তু বাদ সাধলেন প্রযোজক। এই সিনেমার মূল চরিত্রে তাঁরা অচেনা স্ট্যালোনকে নিতে রাজি নন। এ শর্তে চিত্রনাট্যটি বেচে দিতে স্ট্যালোনকে ৩ লাখ ৬০ হাজার ডলার সাধা হয়েছিল। কিন্তু স্ট্যালোন নাছোড়বান্দা। মূল চরিত্রে তিনি অভিনয় করবেনই। শেষ পর্যন্ত প্রযোজকেরা তাঁর দাবিতে রাজি হয়ে ১০ লাখ ডলার দিলেন সিনেমা বানানোর জন্য, যেটা সত্তরের দশকের সে সময়েও বেশ কম বাজেট। বাকিটা সবারই জানা।

‘রকি’ সিনেমায় অসাধারণ অভিনয় করেন সিলভেস্টার স্ট্যালোন
‘রকি’ সিনেমায় অসাধারণ অভিনয় করেন সিলভেস্টার স্ট্যালোনআইএমডিবি
১৯৭৬ সালে ‘রকি’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর সেটা এখন যুক্তরাষ্ট্রের পপ কালচারের অংশ। খেলাধুলা নিয়ে বিশ্বব্যাপী কাল্ট মর্যাদা পাওয়া সিনেমাগুলোর একটি তো বটেই, বলা হয় ‘আমেরিকান ড্রিম’ কী জিনিস, সেটা বুঝতে এর চেয়ে ভালো সিনেমা আর হয় না। একটু ভুল হলো। শুধু এই সিনেমা নয়, ‘রকি’ ফ্র্যাঞ্চাইজির অধীন যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সবই তো ক্ল্যাসিক মর্যাদা পেয়েছে। যদিও শুধু ‘রকি’ নামে মুক্তি পাওয়া প্রথম সেই সিনেমার অন্য রকম স্বীকৃতিও রয়েছে হলিউডে—অস্কারে সেরা সিনেমাসহ তিনটি পুরস্কারজয়ী ‘রকি’ সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের হতাশাগ্রস্ত তরুণসমাজকে পথে ফেরাতে দারুণ ভূমিকা রেখেছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ৫০ লাখ ডলার। খেলাধুলা নিয়ে বানানো সিনেমার ইতিহাসেই এটি অন্যতম সেরা।


‘রকি’ ফ্র্যাঞ্চাইজি থেকে এখন পর্যন্ত ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। সব কটিতেই মুখ্য ভূমিকায় স্ট্যালোন। এরপর মুক্তি পেয়েছে ‘রকি টু’ (১৯৭৯), ‘রকি থ্রি’ (১৯৮২), ‘রকি ফোর’ (১৯৮৫) ও ‘রকি ফাইভ’ (১৯৯০)। ১৬ বছর বিরতি দিয়ে মুক্তি পায় ‘রকি বালবোয়া’, যেটা পরিচালনা করেন স্ট্যালোন নিজে। প্রথম ও পঞ্চমটি বাদে এই সিরিজের সব কটি সিনেমারই পরিচালক স্ট্যালোন। ‘রকি’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সংস্করণ বানিয়ে সন্তুষ্ট হতে পারেননি স্ট্যালোন, তাই ২০০৬ সালে ‘রকি বালবোয়া’ মুক্তি দেন। এই ফ্র্যাঞ্চাইজির সব ছবিই ব্যবসাসফল ও প্রশংসিত। বক্সিংয়ে আগ্রহ থাকলে এবং পরিশ্রম ও নিবেদনের মাধ্যমে একদম শূন্য থেকে সবার প্রেরণার মধ্যমণি হয়ে ওঠার গল্পে আগ্রহ থাকলে এই সিরিজের সব কটি সিনেমাই দেখতে পারেন।

সিনেমার প্লট সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের এক বক্সিং ক্লাবের খেলোয়াড়কে ঘিরে, যিনি নিয়মিত বক্সিং না করলেও লড়াইটা করতে জানেন। সহ্যক্ষমতা অসীম হলেও কৌশলগতভাবে অনেক পিছিয়ে। তাঁর সঙ্গে ফিলাডেলফিয়ার এক সুদখোরও রয়েছেন—তাঁরা দুজন ঘটনাচক্রে হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নশিপে অ্যাপোলো ক্রিডের মুখোমুখি হন। প্রয়াত কার্ল ওয়েদার্স অ্যাপোলো ক্রিডের চরিত্রে অভিনয় করেন এবং ‘রকি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম চারটি সিনেমাতেই চরিত্রটি আছে। চিত্রনাট্যের প্রয়োজনে পরে তিনি রকির (স্ট্যালোন) বন্ধুও হন।

সিনেমায় কোচের সঙ্গে একটি মুহূর্তে রকি। নাম ভূমিকায় অভিনয় করেন স্ট্যালোন
সিনেমায় কোচের সঙ্গে একটি মুহূর্তে রকি। নাম ভূমিকায় অভিনয় করেন স্ট্যালোনআইএমডিবি
‘টাইম’ ম্যাগাজিন ‘রকি’ সিনেমার পর্যালোচনায় লিখেছিল, এই সিনেমার গল্পে যে আবেগ, তা দর্শককে ধরে রাখে এবং শেষ পর্যন্ত ‘আন্ডারডগ’ কারও বিশ্বসেরা হয়ে ওঠার প্রেরণাটুকু পান দর্শক। এই সিরিজে পরের পাঁচটি সিনেমাতেও এগিয়ে নেওয়া হয়েছে রকির গল্প। ‘রকি টু’-তে দেখানো হয়, রকি বালবোয়া বিয়ে করেছেন কিন্তু সংসার চলছে না; কারণ, কাজ নেই। তখন তিনি বুঝতে পারেন, বক্সিং ছাড়া তাঁর আর কোনো পথ নেই। ক্রিডের বিপক্ষে আবারও রিংয়ে নামেন এবং হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পান। পরের সংস্করণে দেখানো হয়, রকি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ঠিক তখনই একজন তাঁকে চ্যালেঞ্জ করে বসেন। সিনেমার ছয়টি সংস্করণে নতুন নতুন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন রকি বালবোয়া।


‘রকি’ সিরিজের একটি দৃশ্য জায়গা করে নিয়েছে হলিউডের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে। সেটি এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘রকি’র—অনুশীলনের জন্য বাসা থেকে দৌড়ে বের হয়ে ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট ভবনের সিঁড়ি ভেঙে দৌড়েই ওপরে ওঠেন রকি (স্ট্যালোন)। পেছনে তাঁকে অনুসরণ করে কচিকাঁচারা। দৃশ্যটি এতই জনপ্রিয় হয় যে পরে ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট ভবনের পূর্ব দিক দিয়ে ঢোকার পথে ৭১ ধাপে বানানো সিঁড়ির পাশে রকির ব্রোঞ্জের ভাস্কর্য বানানো হয়। রকির পায়ের ছাপও খোদাই করা হয় সেখানে, যা ‘রকি স্টেপস’ নামে পরিচিত এবং পর্যটকদের দেখার জায়গা।

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ওঠার পথে ভালোবাসারও দেখা পান রকি।বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ওঠার পথে ভালোবাসারও দেখা পান রকি এপোলো ক্রিডের চরিত্র ধরে ২০১৫ সালে মুক্তি দেওয়া হয় ‘ক্রিড’ সিনেমার সিরিজ। এ পর্যন্ত তিনটি সিনেমা এই সিরিজ থেকে মুক্তি পেয়েছে। সব কটির প্রযোজনার সঙ্গেই জড়িত ছিলেন স্ট্যালোন। অ্যাপোলো ক্রিডের ছেলেদের তুলে আনা হয়েছে এই সিনেমায়। স্ট্যালোন সেখানে অভিনয় করলেও ‘রকি’ সিরিজের সঙ্গে এর কোনো সংযোগ নেই।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোম...

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটন...

জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো...

গোপালগঞ্জে গুলিতে নিহত ৩ জনের লাশ কবর থেকে তোলা হবে আজ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গুলিতে নিহত তিন...

নির্বাচনে বড় ধাক্কার পরও পদত্যাগ করছেন না জাপানের প্রধানমন্ত্রী

জাপানে ক্ষমতাসীন জোট পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে প্...

তারা সুতারিয়ার ‘তুমি আমার’

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া তাঁর সর্বশেষ মিউজিক ভিডিও ‘থোড়ি সি দারু&r...

 হতাশ তরুণদের ঘুরে দাঁড়ানোর প্রেরণা

হতাশ তরুণদের ঘুরে দাঁড়ানোর প্রেরণা সিলভেস্টার স্ট্যালোন তখন...

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩১: আইএসপিআর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর প্রশিক্ষণ...

মাইলস্টোনে দুই উপদেষ্টা অবরুদ্ধ, সঙ্গে আছেন প্রেস সচিবও

আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার মাইলস্টো...

বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা