বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্যা সুহানা খান গত বছর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি নামি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন। এবার লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: সেরা সুন্দরী হলেন ৬০ বছরের আলেজান্দ্রা
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শাহরুখকন্যা সুহানা খানকে লাক্সের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হবে। এর আগে বলিউড বাদশা নিজেও এ প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার কাজ করেছেন।
উল্লেখ্য, ২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শুয়ে থাকতে দেখা যায় শাহরুখকে। সেখানে তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটচ্ছেন সুহানা।
আরও পড়ুন: সালমানের বাড়িতে হামলা, দ্বিতীয় বন্দুক উদ্ধার
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা খান। এরপর পাড়ি জমান নিউইয়র্কে। সেখানকার নিউইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেন তিনি। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়।
সান নিউজ/এনজে