ছবি-সংগৃহীত
শিক্ষা

শিক্ষাকে সঠিক জায়গায় আনতে চাচ্ছি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন বলেছেন, ‘মাত্র তিন মাসের স্পোকেন কোর্স করে যদি ছেলে-মেয়েরা অনর্গল ইংরেজি বলতে পারে, তাহলে ১২ বছরে আমরা কী শেখাচ্ছি? তারা ইংরেজি বলতে পারছে না কেন? এটা তাদের কাছে দুর্বোধ্যই কেন থাকছে? তার মানে আমাদের শেখানোর পদ্ধতিতে ভুল আছে। আমরা সেই ভুল শুধরে এখন শিক্ষাটাকে সঠিক জায়গায় আনতে চাচ্ছি।’

আরও পড়ুন : রাজনৈতিক দলের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

রোববার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে ‘ফিউচার অব এডুকেশন অ্যান্ড ওয়ার্ক: স্টেপিং স্টোন টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক ‘ফায়ার সাইট চ্যাটে’ তিনি এসব কথা বলেন। এতে উপস্থাপনা করেন টেন মিনিট স্কুলের কো-ফাউন্ডার অ্যান্ড সিওও মির্জা সালমান হোসাইন বেগ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘স্টার্টআপ সামিট-২০২৩’-এর দ্বিতীয় দিনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যে খুব ভালো বাংলা বলছি, তাও নয়। ইংরেজির কথা যদি ধরি, আমরা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে, অর্থাৎ ১২ বছর ধরে ইংরেজি শেখাচ্ছি। অথচ যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা কতটা ইংরেজিতে একটু স্বস্তির জায়গায় আছে। চাইলেই যে কোনো জায়গায় নিজের মনের ভাবটা প্রকাশ করার মতো জায়গায় কয়জন আছে?’

আরও পড়ুন : শিক্ষার্থীদের আনন্দচিত্তে শিখতে দিন

ডা. দীপু মনি বলেন, ‘এর কিছু কারণও আছে। যার মধ্যে অন্যতম হলো, আমরা প্রথমেই ইংরেজিটাকে গ্রামার দিয়ে বেঁধে ফেলি। আমরা বাচ্চাদের দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ফেলি দেই। কেউ একজন ইংরেজিতে কিছু কথা বলছে, তার কথাটা কতটা শুদ্ধ হলো, তা নিয়ে হইচই করি, ঠাট্টা-ব্যঙ্গ করি।’

এসময় অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘অভিভাবকরা এখন চরম ব্যস্ত। বাবা-মা দুজনই চাকরি করেন। বাবা-মা সময় দিতে না পারায় অন্যভাবে সন্তানদের দেখাশোনার ব্যবস্থা করতে চান। বলা হলো, প্যারেন্টিং অ্যাপের কথা। কিন্তু আমাকে একজন বলেও ফেললেন- আমরা তো এতকিছু শেখাই। গরু-ছাগল কীভাবে পালন করতে হবে, হাঁস-মুরগি পালনও শেখাই। কিন্তু মানুষের বাচ্চাকে কীভাবে পালন করতে হবে, সেটা ভালোভাবে শেখাই না। এ জায়গাটাতে আমাদের ভাবতে হবে। শত ব্যস্ততার মধ্যেও অভিভাবকদের সন্তানদের সময় দিতে হবে। ওদের ওপর কিছু চাপিয়ে না দিয়ে, যা করতে চাই, সেটা করতে দিতে হবে।’

আরও পড়ুন : জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার

জিপিএ-৫ নিয়ে উন্মদনা কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই যে এসএসসির ফল প্রকাশ হলো, জিপিএ-৫ নিয়ে উন্মাদনাও শুরু। সন্তান জিপিএ-৫ না পেলে যেন সামাজিক সম্মানটা আর থাকে না। সোশ্যাল মিডিয়াতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বাস-আনন্দে সবাই ভেসে যাচ্ছে। কিন্তু এর একটু কম পেলে সবার মধ্যে যেন নিস্তব্ধতা। কেউ আর টু শব্দটাও করে না। কেউ কেউ তো তার বাচ্চা পরীক্ষা দিয়েছিল, সেটাও বলতে চান না। এটা বাচ্চাদের মনের ওপর চরম চাপ ফেলে।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার শিক্ষার্থী। সেই জায়গাটাতে একটা কোয়ালিটি নিশ্চিত করা দরকার। সেটা সম্ভব হলে পুরো দৃশ্যপট পাল্টে যাবে। সেই লক্ষ্য নিয়েই আমরা গত চার বছর কাজ করছি। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করেছি, রিসার্চ করেছি। এরপর সেখানে ১২টি বিষয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করেছি এ বছর থেকে। যেগুলো দেশে-বিদেশে শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দেবে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি বলছে অসংগতি, জামায়াত দেখছে ইতিবাচকতা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য...

আওয়ামী লীগ এখন ‘মরা হাতি’, যে ইচ্ছা লাথি দিতে পারে: হাসনাত

আওয়ামী লীগকে ‘মরা হাতি’ আখ্যা দিয়ে জাত...

শিবচরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাদারীপুরের শিবচরে ২০২৫-২৬ অর্থবছরে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রা...

বাংলাদেশের বাস্তবতায় জুলাই সনদের হিসাব–নিকাশ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই স...

উপদেষ্টা থেকে প্রার্থী: ডিসেম্বরেই মাঠে মাহফুজ ও আসিফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ফেব্র...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

শাজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের ঘনিষ্ঠ...

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া...

‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু

জামায়াত ও বিএনপি কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা