শিক্ষা

রাবির জিয়া হলে ছাত্রলীগের তালা 

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সিট থেকে অনাবাসিক কর্মীদের নামিয়ে দিয়ে আবাসিক ছাত্র তোলায় হল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা বিক্ষোভ করেন।

তবে সংগঠনের নেতাকর্মীরা দাবি করেছেন, ডাইনিংয়ের খাবারে ‘কটন বাড’ পাওয়ায় তারা বিভিন্ন দাবিতে ‘সাধারণ শিক্ষার্থীদের’ সঙ্গে আন্দোলন করেছেন। এ সময় তারা হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানান।

দুপুর ১টার দিকে হলের ডাইনিংয়ের খাবারে কটন বাড পাওয়ার অভিযোগে হলের গেটে তালা লাগিয়ে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে। পরে সেখানে ধীরে ধীরে অন্যান্য হলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় তারা হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দেন। কিন্তু কার খাবারে কটন বাড পাওয়া গেছে সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে ডাইনিংয়ের একাধিক কর্মচারী দাবি করেছেন খাবারে এ রকম কিছু পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া হলে সিট বরাদ্দের নোটিশ প্রকাশ করেছে হল প্রশাসন। এতে অনেক অনাবাসিক ছাত্রলীগ কর্মীর কক্ষে নতুন করে সাধারণ ছাত্রদের সিট বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে গত কয়েকদিন থেকে হল প্রশাসন প্রতিটি কক্ষে গিয়ে অনাবাসিক ছাত্রলীগ কর্মীদের নামিয়ে নতুন আবাসিক ছাত্রদের তুলে দেন। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

আরও পড়ুন: ইসি নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই

পরে বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া উপস্থিত হন। বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা মো. তারেক নূর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ সুজন সেন, শাখা ছাত্রলীগের সভাপতিসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। হল প্রাধ্যক্ষের কক্ষে আলোচনাকালে বাইরে থেকে ছাত্রলীগ নেতাদের উঁচু স্বরে কথা শোনা যায়।

আলোচনা শেষে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, শিক্ষার্থীরা তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা এই নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে সমাধান করবো।

আরও পড়ুন: কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী

ছাত্রলীগের সিট বরাদ্দের বিষয়ে তিনি বলেন, সিট বরাদ্দ নিয়ে কিছু ঝামেলা হয়েছে। এগুলো রিভাইসড করে ঠিক করা হবে। ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগামী রোববার বৈঠক হবে। সেখানে বিষয়টি সমাধান করা হবে।

ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ছাত্ররা হলের ডাইনিংয়ে খাবার মান বৃদ্ধি, ওয়াইফাই প্রবলেম, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিয়ে আন্দোলন করছিলেন বিষয়টি জানতে পেরে জিয়াউর রহমান হল ছাত্রলীগ তাদের সাথে সংহতি প্রকাশ করেন সেখানে আমাকে ডাকলে আমি বৈঠকে বসি। বৈঠকের বিষয়গুলো নিয়ে কথা হয়। যদি দৃশ্যমান কোনো উন্নয়ন না হয় তবে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যদি গেইটে তালা লাগিয়ে দেয় তবে ছাত্রলীগ যৌক্তিক আন্দোলন হিসেবে তার সাথে সংহতি প্রকাশ করবে।

আরও পড়ুন: সার্চ কমিটিতে ১০ নাম প্রকাশের দাবি

সিট বরাদ্দের বিষয়ে তিনি বলেন, আমরা এটি নিয়ে পরে আলোচনা করেছি। তবে কোনো সমাধান হয়নি। আগামী রোববার বৈঠকে হবে প্রশাসনের সঙ্গে। সুযোগ সুবিধার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সার্বিক বিষয়ে হল প্রাধ্যক্ষ সুজন সেন বলেন, তারা বেশ কিছু দাবি জানিয়েছে। আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক রয়েছে সেখানে বিষয়টি সমাধান হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্...

ক্রীড়া উপদেষ্টা আসিফই বলেছিলেন নির্বাচন করতে, দাবি ফারুকের

সরকারের ‘পছন্দে’র মানুষ হিসেবে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলে...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা