শিক্ষা

আন্তঃশাখা বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

মোঃ ইয়াছিন ইসলাম, জবি: মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত আন্তঃশাখা বিতর্ক প্রতিযোগিতা-২০২১ এ সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়েছেন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা’।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় সংগঠনটির ফেসবুক পেইজে সম্পাদকীয় পর্ষদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শফিক বাপ্পী।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলাম প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, যেকোন প্রতিযোগিতা মানেই হার-জিত। প্রতিযোগিতায় কখনও দুইটা পক্ষ বিজয়ী হতে পারে না। হার-জিত মেনে নিতেই হবে আমাদের।

তিনি আরও বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখনীর মাধ্যমে সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করে আসছে। তরুণ শিক্ষার্থীরা দেশ ও সমাজের নানান অসংগতি, আন্তর্জাতিক রাজনৈতিক, অর্থনৈতিক সংকট ইত্যাদি বিষয়ে নিজস্ব মতামত ও পরামর্শ নানান যুক্তি উপস্থাপন করে পত্রিকার মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরে।

সৃজনশীল প্রতিভা বিকাশের ধারাবাহিকতায় আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করি। বিজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী দলগুলোর জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা। সেই সাথে বিতর্ক আয়োজন সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতি পর্বে সময় ও পরামর্শ দিয়ে যারা বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সবার প্রতি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আরও পড়ুন: সারের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি

বিজয়ী দলের দলনেতা মাঈন আল মুবাশ্বির বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কতৃক আয়োজিত বিশাল এই বিতর্ক প্রতিযোগিতাটি অনেক সুন্দর ছিলো। বিজয়ী হতে পেরে আমরা অত্যন্ত খুশী। প্রতিযোগিতাটির তত্বাবধানে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্য হয়ে আমি গর্বিত।

বিজয়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমরান হুসাইন বলেন, নিঃসন্দেহে বিজয়ী শব্দটা অনেক আনন্দদায়ক। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের মতো এত বড় একটা সংগঠনের সকল শাখার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখাকে বিজয়ী হিসেবে দেখতে পেরে আমরা অনেক আনন্দিত। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামকে ও জবির বিজয়ী দলের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

আরও পড়ুন: করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আন্তঃশাখা বিতর্ক প্রতিযোগিতা-২০২১ এ ৩ পর্বের প্রতিযোগিতায় অংশ করে ১০ টি শাখা। চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজয়ী এবং সেরা বক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরোধী দলীয় সংসদ সদস্য তানভীর আহমেদ তালুকদার।

উল্লেখ্য, সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বাংলাদেশের বিশ্বকাপ ফটোসেশন

স্পোর্টস ডেস্ক : আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের...

স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জে...

কান উৎসবে নজর কাড়লেন ভাবনা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে...

হামলাকারী ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল...

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির দেশবিরো...

ডাল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা