শিক্ষা

৩ শতাধিক মাদ্রাসা শিক্ষককে বিদেশে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচিত শিক্ষকদের দেশে-বিদেশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করে পর্যায়ক্রমে ৩১২ শিক্ষককে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া বিদ্যমান টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে ১২ হাজার শিক্ষককে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য একটি প্রকল্পের আওতায় আলাদা বরাদ্দও রাখা হয়েছে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে শিক্ষক প্রশিক্ষণের জন্য ২১৬টি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসার শিক্ষকদের জন্য। যেখানে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু সারা দেশে ১ লাখ ৪৮ হাজার মাদ্রাসা শিক্ষক কর্মরত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ পর্যন্ত ১৩ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের সব শিক্ষককে এ হারে প্রশিক্ষণের আওতায় আনতে হলে আরও অনেক বছর লাগবে। এজন্য মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সেজন্য গত সপ্তাহে ৪৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান নিজ ক্ষমতাবলে এটি অনুমোদন দিয়েছেন। নিয়ম অনুযায়ী ৫০ কোটি টাকার কম বরাদ্দের প্রকল্প অনুমোদন দিতে পারেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের আওতায় মালয়েশিয়ার একটি ইসলামিক ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করবে সরকার। পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে ৩১২ জন শিক্ষক আগামী তিন বছরে প্রশিক্ষণ নেবেন। তাদের জন্য জনপ্রতি ২ লাখ ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ হবে ছয় দিনের। অন্যদিকে দেশে বিদ্যমান শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে ১২ হাজার শিক্ষকের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য সম্মানী বাবদ আলাদা বরাদ্দ রাখা হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। দেশের মোট শিক্ষার্থীর ১৩ শতাংশ মাদ্রাসায়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে তাদের শিক্ষাদানের জন্য যেসব শিক্ষক রয়েছেন তাদের দক্ষতা আগে বাড়াতে হবে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন আরবি, হাদিস, ফিকাহ, বাংলা, ইংরেজি, গণিত ও প্রশাসনিক বিষয়ে তারা প্রশিক্ষিত হবেন।’

সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসা শিক্ষকদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও বৈশ্বিক চিন্তাভাবনার সঙ্গে পরিচিতির জন্য প্রকল্পে বৈদেশিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। ইসলামিক দেশ মালয়েশিয়ায় মাদ্রাসা ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের (শিক্ষক) ব্যবহারিক ও বস্তুনিষ্ঠ জ্ঞান প্রদান করা হবে এবং এর ফলে তারা শিক্ষাব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন।

তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ আরও গ্রহণ করা উচিত। কারণ মাদ্রাসা শিক্ষার সার্টিফিকেটকে সাধারণ শিক্ষার সমান মর্যাদা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে তাদের শিক্ষার কারিকুলামে বেশকিছু পরিবর্তন আনা হলেও শিক্ষকদের সেভাবে প্রশিক্ষিত করা হয়নি। এ ধরনের উদ্যোগ কিছুটা হলেও ফলপ্রসূ হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোরআন-সুন্নাহর শাসনই চূড়ান্ত লক্ষ্য: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বল...

সচিবালয়ের পথে শিক্ষকরা, কর্মবিরতি গড়াল দ্বিতীয় দিনে

২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এ...

মিডিয়ার হাতে গোপনীয়তা খুন!

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অভিযোগ করেছেন,...

স্বাধীনতার কোনো মূল্য হয় না; এটা অমূল্য

ইসরায়েলের কারাগারে বন্দিজীবন থেকে মুক্তি পাওয়া ফ...

বিচার ব্যবস্থায় নতুন যুগ, শুরু অনলাইন জামিননামা কার্যক্রম

হয়রানির অবসানে জামিন কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রযুক...

মিরপুরে মৃতের সংখ্যা বেড়ে ১৬

ঢাকার মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে অবস্থিত &...

জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন সম্ভব

গণভোট নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বাংলাদেশ জামায়া...

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ...

আন্দোলনরত শিক্ষকরা রাতে মাজারগেটেই অবস্থান করবেন 

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের...

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত ডিজি আবদুল জলিল

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মো. আবদুল জলিল বলেছেন, গণযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা