শিক্ষা

ইউজিসি'র সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ৪০ জন নিয়োগ রাবি প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, রা.বি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত স্থায়ী পদে মাস্টাররোলে নিয়োগ দেওয়ার কোন বিধান নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রা.বি) মাস্টাররোলে দৈনিক মজুরি ভিত্তিতে ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের প্যানেল তৈরি করার জন্য আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের মৌখিক পরীক্ষাসহ সব প্রক্রিয়া শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এভাবে নিয়োগের বিষয়ে ইউজিসির অনুমতি নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর উল্লেখ করলেও সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়নি।এছাড়া নিয়োগের প্যানেল সৃষ্টি ও বিজ্ঞপ্তি দিয়ে মাস্টাররোল কর্মচারী নিয়োগকে নজিরবিহীনও বলেছেন শিক্ষকরা। আবেদনের সর্বোচ্চ বয়স সীমা না থাকায় এ নিয়েও প্রশ্ন উঠছে। ফলে ওই নিয়োগ বাতিলের দাবি করেছেন শিক্ষকরা।

এটি বর্তমানে সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেছেন, স্থায়ী পদের বিপরীতে মাস্টাররোলে এ নিয়োগ দেওয়া হচ্ছে। এমন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকরা। স্থায়ী পদের বিপরীতে একসঙ্গে ৪০ জন মাস্টাররোল কর্মচারীর নিয়োগকে বিধিবহির্ভূত ও উদ্দেশ্যমূলক বলছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকরা বলেছেন, ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন খাতে চাহিদা মোতাবেক অর্থ দেয়। জরুরি প্রয়োজনে মাস্টাররোলে দু-একটি নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু স্থায়ী পদের বিপরীতে প্যানেল করে মাস্টাররোলে নিয়োগের বিধান নেই। এভাবে মাস্টাররোলে ৪০ জনের বিশাল নিয়োগ দিলে আর্থিক এবং প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হবে। এতে অনেক সময় স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের সুযোগ থাকে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ৪ ডিসেম্বর মাস্টাররোলে ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের প্যানেল তৈরির জন্য ৩/২০১৯ (সাধারণ) নম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়। পরে আবেদন প্রক্রিয়া শেষে চলতি বছরের শুরুর দিকে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে এ নিয়োগ সিন্ডিকেট‌ সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতার বিষয়ে বলা হয়, প্রার্থীদের ন্যুনতম অষ্টম শ্রেণি/জেএসসি/করে সমমান পাস হতে হবে। বয়স ন্যুনতম ১৮ বছর হতে হবে। প্রার্থীদের অবশ্যই হরিজন সম্প্রদায়ভুক্ত হতে হবে এবং এর প্রমাণপত্র থাকতে হবে। কোটার ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, মাস্টাররোলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পদের বিপরীতে নিয়োগ দেওয়া হচ্ছে। তাই ইউজিসির অনুমোদন লাগবে না। কিন্তু ইউজিসি বলছে, স্থায়ী পদের বিপরীতে মাস্টাররোল কর্মচারী নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। স্থায়ী পদের বিপরীতে স্থায়ীভাবেই নিয়োগ দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী বলেন, এগুলো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পদ। শূন্য পদে নিয়োগ দিতে গেলে ইউজিসির অনুমোদন লাগতো। আমরা স্থায়ী পদের বিপরীতে নিয়োগ দিচ্ছি; তাহলে এখানে অনুমোদন কেন লাগবে? কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম বলছেন, স্থায়ী পদে মাস্টাররোলে বা এডহকে নিয়োগ দেওয়া যাবে না, স্থায়ী পদে স্থায়ী নিয়োগই দিতে হবে। নিয়োগে ইউজিসিকে অবহিত করার পর তাদের বেতন-ভাতাদি ইউজিসি থেকে বরাদ্দ হবে।

তিনি আরও বলেন, ইউজিসির অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ দেওয়া যাবে না। মাস্টারোল ও এডহকে নিয়োগ দিতে গেলেও ইউজিসির অনুমোদন লাগবে। অন্যথায় আর্থিক বিশৃঙ্খলার মত সমস্যা তৈরি হতে পারে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, বিজ্ঞপ্তি দিয়ে মাস্টাররোলে নিয়োগ হয় না। স্থায়ী পদে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ হয়। জরুরি প্রয়োজনে মাস্টাররোলে দু-একটি নিয়োগ দেওয়া যেতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাবনা-২ আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনের প...

শুল্ক যুদ্ধে আবারো ট্রাম্প, চিনা পণ্যের উপর  ১০০% শুল্কের সম্ভাবনা

ট্রাম্পের নব শুল্ক পরিকল্পনা বাণিজ্যযুদ্ধে আরও উত্...

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ...

সুষ্ঠু নির্বাচন চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংব...

হকি বিশ্বকাপে ঢাবি ছাত্রদল নেতা সাজু

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্...

যুদ্ধবিরতির পর গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটিতে পুরোনো বাস...

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা আফগানিস্তানের

সৌদি আরব ও কাতারের আহ্বানে সাড়া দিয়ে ‘আপাতত’ পাকিস্তানের সঙ্গে সং...

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও স্টল প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় &ldqu...

প্রতারক চক্রের ফাঁদে না পড়ার আহ্বান মাদ্রাসা শিক্ষা বোর্ডের

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের অনলাইনভিত্তিক সেবাগুলো নিয়ে প্রতারণার শি...

পিআর পদ্ধতির নামে নির্বাচনকে বিলম্বিত করতেই আন্দোলন চলছে

নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে বলে মন্তব্য করেছেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা