ছবি: সংগৃহীত
অপরাধ

চাঁদাবাজির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর: যশোরের কেশবপুরে চাঁদাবাজির ঘটনায় পৌর কাউন্সিলর কবির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় জাহিদ হাসান টুটুল ও সোহান হোসেন নামে ২ আসামিকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। অন্য আসামিরা পলাতক রয়েছে।

আরও পড়ুন: ভুয়া র‌্যাব গ্রেফতার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ সকাল ১০টার দিকে কেশবপুর উপজেলার কায়েমখোলা গ্রামের আতোষ গাজীর ছেলে ভাংড়ি ব্যবসায়ী মো. বাচ্চু রহমানকে মোবাইলের ফোনের মাধ্যমে একটি মেয়ে ফোন করে কেশবপুর আলিয়া মাদ্রাসার পাশে আসার জন্য অনুরোধ করে।

অজ্ঞাত ওই মেয়ের বয়স আনুমানিক ২২ বছর হবে। ঘটনার আগে ওই মেয়েটি বাচ্চুর সঙ্গে কয়েকদিন কথা বলেছে বলে জানা গেছে।

বাচ্চু সেখানে গেলে তাকে কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবদিয়া এলাকার হাজী ইসমাইল সড়কের মো. জিল্লুর রহমানের বসতবাড়ির দ্বিতীয় তলার একটি রুমে নিয়ে আটক করে রেখে কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, আলতাপোল এলাকার মৃত মোশারফ বিশ্বাসের ছেলে জাহিদ হোসেন, আলতাফ হোসেনের ছেলে মো. সোহান, বায়সা গ্রামের জাহিদ হোসেনের ছেলে মো. সামি, মাহবুর রহমানের ছেলে ইমরান, আবদুল হাকিমের ছেলে শাহিনুর রহমান ও কলারোয়া উপজেলার বাটরা গ্রামের মিলন হোসেনসহ আরও অজ্ঞাত ২/৩ জন তার কাছে থাকা একটি মোবাইল ফোন, ১৪ আনা ওজনের একটি সোনার চেইন নিয়ে তার কাছে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

আরও পড়ুন: দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন

ঐ সময় বাচ্চু চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে বেদম মারপিট করে। একপর্যায়ে বাচ্চু আসামিদের বলেন, তাকে নিয়ে মণিরামপুরে তার মহাজনের কাছে নিয়ে গেলে দাবিকৃত চাঁদার টাকা নিয়ে দিবে।

এ সময় কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন একটি প্রাইভেটকার ভাড়া করে ওই গাড়িতে ভাংড়ি ব্যবসায়ী বাচ্চু, জাহিদ ও সোহানকে টাকা আনার জন্য পাঠায়। বাচ্চু মহাজনের কাছে ৫ লাখ টাকা চাইলে তার মহাজন বাচ্চুকে জানায়, তার কাছে ১ লাখ টাকা আছে তা দিতে পারবেন।

এ সময় তার কাছ থেকে আল আরাফা ব্যাংকের ১ লাখ টাকার একটি চেক নিয়ে তারা মণিরামপুর শাখা থেকে ওই টাকা উত্তোলন করার পর চাঁদাবাজদের কথামতো, ০১৯০৪-৬৮৪২৭৯ মোবাইল নম্বর থেকে ০১৯৪৩-৭৯৩৯৯০ নম্বরে ২৫ হাজার টাকা, ০১৭৬৫-৪৪৪২৩২ নম্বর থেকে ০১৭৩৯-১৩৩৩৫১ নম্বরে ২৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকাসহ ১ লাখ টাকা দেয়।

আরও পড়ুন: জিম্মি জাহাজটি গারাকাড উপকূলে

এরপর বাচ্চুকে নিয়ে আবার তারা ঘটনাস্থলে ফিরে যায়। পরবর্তীতে কাউন্সিলর কবিরসহ অন্য আসামিরা এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।

পরবর্তীতে ভাংড়ি ব্যবসায়ী বাচ্চু গত ৭ মার্চ রাতে এ ঘটনায় কেশবপুর থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

কেশবপুর থানা পুলিশ তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে গত ৮ মার্চ আসামিদের বিরুদ্ধে ওই মামলা রেকর্ড করে, মামলা নং-৫, তারিখ ৮/৩/২০২৪। এরপর কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি জাহিদ হাসান টুটুল ও সোহান হোসেন নামে ২ আসামিকে আটক করে।

আরও পড়ুন: পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম বলেন, ভাংড়ি ব্যবসায়ী বাচ্চুর কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেনসহ মোট ১০ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে ২ জনকে আটক করে যশোর আদালতে পাঠানো হয়েছে। কাউন্সিলর কবির হোসেনসহ পলাতক আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন কেশবপুরের ব্যবসায়ী সবুজ হোসেন নিরবকে তুলে নিয়ে চাঁদা দাবি, সাংবাদিক মাসুদ হাসানের বাড়ির পাশওয়ালি সাথে জমি সমস্যার ঘটনায় তার কাছ থেকে চাঁদা না পেয়ে মারধর করাসহ এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা