মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ৪৫০ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫
রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে শহরের পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃতের নাম ইয়াছিন খান মন্ডল (৩০)। সে ওই এলাকার রতন মন্ডলের ছেলে।
জানা যায়, সদর থানার (এসআই) ফরিদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াছিন খান মন্ডলকে ৪৫০ পিস ইয়াবা টেবলেটসহ আটক করে।
আরও পড়ুন: গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরে জানতে পারে তার বিরুদ্ধে ২০১৮ সালে সদর থানার একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে।
সদর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করছি। ৪৫০ পিস ইয়াবা টেবলেটসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতর নামে সদর থানার একটি মামলায় পাঁচ বছরের দণ্ডাদেশ রয়েছে। সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            