শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর গোসাইরহাটে ১৮০৭ পিচ ইয়াবা নগদ টাকা সহ মাদক সম্রাজ্ঞী রিনা ঢালি ও ইখতিয়ার উদ্দিন সানজিদ কে ১১ পিস ইয়াবা সহ আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। এসময় দুইজনের বিরুদ্ধে গোসাইরহাট থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
আরও পড়ুন: পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪
সোমবার (৫ জুন) ভোরে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ গোসাইরহাট থানা ও সঙ্গীয় এসআই মনিরুজ্জামান, মামুন খালাসী, এ এস আই হানিফ, এ এস আই লোকমান ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানার পট্টি এলাকা হইতে মাদক সম্রাজ্ঞী রিনা ঢালী কে ১৮০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং অন্য একটি অভিযানে কোদালপুর ইউনিয়নের আল্লাদীর মোড় হইতে ইখতিয়ার উদ্দিন সানজিদ কে ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
আরও পড়ুন: জামিন পেলেন বাবুল আক্তার
অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ বলেন, গোসাইরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            