প্রতিবেদক
অপরাধ

তুরাগে নিখোঁজের ৪ মাস পর পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগে নিখোঁজের ৪ মাস পর এক পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। আনারুল হোসেন শিকদার নামে এক পরিবহন ব্যবসায়ীকে হত্যার পর তার লাশ পুঁতে রাখা হয় তুরাগের নিজ বাস ডিপোতেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, বাসের চালক ও নিরাপত্তাকর্মীর হাতে ব্যবসায়ী আনারুল নির্মমভাবে খুন হয়েছেন।

এর আগে গত ১৭ জানুয়ারি নিখোঁজের পরদিন রাজধানীর তুরাগ থানায় জিডি করেন আনারুল হোসেনের পরিবারের সদস্যরা। এর পর তদন্তে নামে পুলিশ। দীর্ঘ চার মাস তদন্তের পর সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা শিকার করে তারা। পরে তাদের দেখানো স্থান থেকে আনারুলের লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলো– সবুজ, শাকিল ও কালাম। তিনজনই রাইদা পরিবহনের বাসচালক। শনিবার রাতে সবুজকে প্রথমে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যে শাকিল ও কালামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত আনারুল শিকদারের গ্রামের বাড়ি বরিশাল সদরে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তিনি ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৬ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে দীর্ঘদিন বসবাস করতেন। সম্প্রতি পাওনাদার থেকে টাকা সংগ্রহ করে আবদুল্লাহপুরে নিজের জমিতে বাড়ি করার প্রস্তুতি নিচ্ছিলেন। উত্তরা ৭ নম্বর সেক্টরে প্রাইভেটকারের শোরুম ছিল আনারুলের।

তবে ছয় বছর আগে ছেলে শিমুল হোসেন শিকদার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ভুয়া কাগজপত্র তৈরি করে শোরুমটি দখল করে নেয় ব্যবসায়িক পার্টনার। শোরুম থেকে কিছু গাড়ি উদ্ধার করে সেগুলো ভাড়া ও কিস্তিতে বিক্রি করে চলছিলেন আনারুল। এক পর্যায়ে তিনি তুরাগ দিয়াবাড়ী এলাকায় বাসের ডিপো দেন। সেখানে শুরুতে কিছু গাড়ি ভাড়ায় রাখতেন। পরে নিজেই কয়েকটি গাড়ি কিনে রাইদা কোম্পানিকে ভাড়া দিয়েছিলেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, মালিককে হত্যা করার পরও আসামিরা স্বাভাবিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে আসছিল। পালিয়ে না যাওয়ায় তাদের সন্দেহের তালিকায় আনা হয়নি। তবে গত কয়েক দিন সবুজের কথাবার্তা ও আচরণে সন্দেহ হয় তদন্ত-সংশ্লিষ্টদের। এক পর্যায়ে সবুজসহ তিনজনই পালিয়ে যায়। এর পর শনিবার রাতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর হত্যা রহস্যের জট খোলে।

নিহতের ভাতিজা তানভির শিকদার জানান, নিখোঁজের পর থেকে আমাদের সন্দেহ হয় ডিপো নিয়ে। একাধিকবার নিরাপত্তাকর্মী আসাদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সে জানায়, ঘটনার দিন সকালে তার কাছ থেকে কিস্তির ৩১ হাজার টাকা নিয়ে বেরিয়ে যান চাচা। এর বাইরে সে আর কিছু জানে না। সম্প্রতি আসাদুল্লাহও পালিয়ে গেছে।

তানভির শিকদার বলেন, ঘটনার কদিন আগে চাচা আমাকে জানান, সবুজের কাছে আট লাখ টাকা ও ডিপোর নিরাপত্তাকর্মী আসাদুল্লাহর কাছে বাস বিক্রির ১৮ লাখ টাকা নিয়ে ঝামেলা হচ্ছে। তারা ঠিকমতো কিস্তি দিতে পারছে না। এ নিয়েই আসাদুল্লাহ ও সবুজ পরিকল্পিতভাবে চাচাকে হত্যা করেছে। পরিকল্পনার অংশ হিসেবে আসাদুল্লাহ তার গ্রামের বাড়ি রংপুর থেকে কয়েকজন নিয়ে আসে।

তানভির বলেন, ১৮ জানুয়ারি কিস্তি দেওয়ার কথা ছিল। তবে আগের রাতে ফোন করে চাচাকে কিস্তি নিতে ডিপোতে ডাকা হয়। সেখানে গেলে তাদের সঙ্গে চাচার বচসা হয়। পরে চাচা নির্ধারিত সময়ে টাকা দিতে না পারলে গাড়ি নিয়ে নেবেন এবং টাকাও ফেরত দেবেন না বলে জানান। এর পরই তাঁকে খুন করে ডিপোতে পুঁতে রাখে আসামিরা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাকিবের ব্যাপারে বোর্ডের ‘কিছু করার নেই’

গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থ...

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্র...

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা বৃষ্টি ও আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির আইক...

ডেঙ্গুতে এ বছর ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন...

ইতিহাস বিকৃত করে জুলাই সনদ হতে যাচ্ছে : রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) খুশি করতে জুলাই সনদ হচ্ছে বলে মন্তব্য করেছেন গ...

ডেঙ্গুতে এ বছর ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন...

শাকিবের আসন্ন সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়

সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ক্রিয়েটিভ ল...

উরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। কু...

৩৯ আসনের সীমানায় পরিবর্তন: গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে

প্রস্তাবিত ৩০০ আসন নিয়ে ১০ অগাস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ র...

বুবলীর চমক, অন্য রকম জীবন

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা