সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা
অপরাধ

বরিশালে ক্ষমতা দেখাচ্ছেন খুলনার পুলিশ কর্মকর্তা! 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ কাজে বাধা দেওয়ায় মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে খুলনায় কর্মরত পুলিশ কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে।

এমন অভিযোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নগরীর ২২নং ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোড মাতৃছায়া সংলগ্ন এলাকার বাসিন্দা সুলতান আহমেদের ছেলে শামীম আহম্মেদ।

শামীম আহম্মেদ অভিযোগ করেন, খুলনা বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তা একই এলাকার বাসিন্দা কামাল হোসেন ২০১৪ সালে বরিশাল সিটি কপোরেশনের প্ল্যান ছাড়াই ভবন নির্মাণ কাজ শুরু করেন। এতে কামাল বিসিসির কোনো নিয়ম-নীতি অনুসরণ করেননি। এর মধ্যে তারা শামীম আহম্মেদের মা জাহানারা বেগমের ভবনঘেঁষে ভবন নির্মাণ ও তাদের কাজের মালামাল রেখে কাজ করেন। এতে প্রথম মৌখিকভাবে বাধা দেওয়া হলে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেন।

উপায় না পেয়ে শামীম আহম্মেদের মা জাহানারা বেগম বরিশাল সিটি কপোরেশনে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কামাল অনুমোদিত প্ল্যান দেখাতে না পারায় সিটি করপোরেশন আইন ২০১০ এর ১৫৭ (৪) ধারা (তৃতীয় তফসিল) অনুসারে তার কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে পুলিশ কর্মকর্তা বিসিসির প্ল্যান না নিয়েই ফের নির্মাণাধীন ভবনের ওপর ভবন নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে চলতি বছরে জাহানারা বেগম বরিশাল সিটি কপোরেশনে অভিযোগ দেন।

এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন তার ছেলে সামিউল ও সন্ত্রাসী মতিউর রহমানকে নিয়ে গত ১৪ সেপ্টেম্বর নগরীর চৌমাথা এলাকায় বসে শামীম আহম্মেদের পথরোধ করে তার ওপর হামলা চালান। এ সময় তারা শামীমকে মারধর করে তার সঙ্গে থাকা এক লাখ ১০ হাজার টাকা ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে যান। পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার দিনই শামীম বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। কিন্তু ওই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল শামীমকে বিষয়টির মীমাংসার কথা বলেন। কিন্তু শামীম মীমাংসা না করে আইনের মাধ্যমে তাদের শাস্তির দাবি জানান। কিন্তু পুলিশ কর্মকর্তার বিষয় হওয়ায় থানা থেকে তাদের কোনো সহযোগিতা করা হচ্ছে না বলেও দাবি করেন শামীম আহম্মেদ।

তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুলতান আহম্মেদ থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বস্ত করেছেন।

থানায় ও সিটি কপোরেশনের অভিযোগ করা নিয়ে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলে শামীম ও তার পরিবারের সদস্যরা বলছেন, পুলিশ কর্মকর্তা হওয়ায় বিষয়টির সুষ্ঠু সমাধান নিয়েও আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘আমরা মীমাংসা চাই না। আইনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার হোক, এটাই আমাদের প্রত্যাশা।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কামাল হোসেনের মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রেজাউল বলেন, ‘মোটরসাইকেল চুরির একটি অভিযোগ আছে। আমি বাইরে আছি। থানায় না গিয়ে কিছুই বলতে পারবো না।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: আইভী

গ্রেপ্তারের আগে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শুক্রবার (৯ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দা...

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে উপদেষ্টা মাহফুজ আলমের ‘কয়েকটি কথা’

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্ট...

ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধানে আসা: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভা...

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অত...

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে উপদেষ্টা মাহফুজ আলমের ‘কয়েকটি কথা’

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্ট...

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অত...

খেলায় ওড়না বা হিজাব পরার সুযোগ নেই: তাসনুভা তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট ট...

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এ...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শুক্রবার (৯ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা