নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে একটি ফার্মের পুকুরে ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।
আরও পড়ুন: নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মহিপুর থানার ডালবুঞ্জ এলাকায় ৩১৩ এগ্রো ফার্মের পুকুর থেকে মাছটি জালে ওঠার পর মাছটিকে দেখতে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ।
৩১৩ এগ্রো ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান মিজবাহ বলেন, আমাদের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে অন্য মাছের সঙ্গে ইলিশ মাছটি দেখে অনেকে হতবাক হয়ে যাই। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়েছি।
আরও পড়ুন: ভাসানচরে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩
ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ জানান, ইলিশ মাছটি পেয়ে আমরা সবাই অবাক হয়ে যাই। মাছটিকে আমরা খাওয়ার জন্য রেখেছি। এই পুকুরের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট শাখা নদী যেখান থেকে ইলিশটি প্রবেশ করতে পারে বলে ধারণা করছি।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পুকুরে বা ঘেরের পানির ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্র বা নদীর ইলিশের মতো থাকে না। নদীর তীরবর্তী এলাকা হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি পুকুরে আসতে পারে বলে ধারণা করছি।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            