নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জ থানার হাজত থেকে চুরি মামলায় গ্রেফতারকৃত রাসেল আহমদ রাসু (২৪) নামের এক আসামি পালিয়ে গেছেন।
আরও পড়ুন: স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা
বুধবার (৬ ডিসেম্বর) সকালে জকিগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামি ওই থানা পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানা গেছে, রাসেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ছোট ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে চুরি করেন তিনি। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
আরও পড়ুন: আত্মসাতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন
বুধবার ভোরে বিলেরবন্দ এলাকা থেকে তাকে আটক করে থানা হাজতে রাখা হয়। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে আসামি পালিয়ে গেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পালানোর বিষয়টি স্বীকার করে জানান, তাকে গ্রেফতার অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্য তাকে গ্রেফতার করা হবে।
সান নিউজ/এসকে