জেলা প্রতিনিধি: জামালপুরে পুলিশ ভ্যানে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য আহসানুল হক (৪৮) নিহত হয়েছেন। এছাড়াও ১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে যুবকের আত্মহত্যা
রোববার (৩ ডিসেম্বর) সকাল ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে পুলিশ ভ্যানে এ ট্রেনের ধাক্কায় লাগে।
নিহত ওই পুলিশ সদস্য জামালপুর সদর থানার পুলিশ কনস্টেবল ছিলেন। জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান তার মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখের রেলক্রসিংয়ে পুলিশ ভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। এই সময় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আরও ১ জন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: আগারগাঁওয়ে বাসে আগুন
জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান নিশ্চিত করে জানান, এই দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। তারা ডিউটিতে ছিলেন।
সান নিউজ/এএ