নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: তথ্যের ভিত্তিতেই ওসি-ইউএনওদের বদলি
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সোয়া ১১ টার দিকে খবর আসে, রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপরই ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ২ টি ইউনিট পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পিটিআইয়ের নতুন চেয়ারম্যান গহর
তিনি আরও বলেন তবে কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না তাৎক্ষনিকভাবে এ তথ্য জানাতে পারেননি।
সান নিউজ/এএ