কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মো. তৈয়ব আলী খান জয় (৪৪) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : কাওলা-ফার্মগেট সময় লাগবে ১০ মিনিট
নিহত তৈয়ব আলী আলফাডাঙ্গায় অবস্থিত আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সোয়া ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে শিক্ষক তৈয়ব আলী ফরিদপুর জেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকার লালমাটিয়াস্থ সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।
আরও পড়ুন : কক্সবাজারে নৌকায় বিস্ফোরণ, দগ্ধ ১১
নিহতের চাচাতো ভাই এরশাদ সাগর বলেন, মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে তৈয়ব আলীর অবস্থা ধীরে ধীরে অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            