সারাদেশ

উলিপুরে অজ্ঞান করে চুরি

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে বাড়ির লোকজনকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া ফাঁসিদহ বাজারে। এ ঘটনায় ওই ভূক্তভোগী উলিপুর থানায় অভিযোগ করেছেন।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি

ভূক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, থেতরাই ইউনিয়নের হারুনেফড়া ফাঁসিদহ বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল করিম (৫৫) শনিবার (২৬ আগস্ট) রাতে পরিবারের লোকজনের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন রোববার সকালে উঠে বসত ঘরের দরজা খোলার চেষ্টা করলে দেখতে পান বাহির থেকে লাগানো। পরে তিনি ডাকাডাকি করলে পাশের রুম থেকে ছেলে এসে দরজা খুলে দেন। এ সময় তিনি ও তার স্ত্রী বাহিরের আঙ্গিনায় এসে স্টিলের ট্রাংক দেখতে পান। স্টিলের ট্রাংকে থাকা জমির দলিলপত্র, স্বর্ণ ও নগদ টাকা চোরের দল নিয়ে যায়। ঘটনার দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিবেশি কাচু শেখের ছেলে জহুরুল হক (৬০), খোকারাম বর্মনের ছেলে বুদুরাম (৪০) ও যতিন্দ্র নাথ রায়ের ছেলে পরিমল (৩৫) সন্দেহজনক ভাবে বাড়ির আশপাশে ঘোরাফেরা করেন। পরে রাতে এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে রোববার (২৭ আগস্ট) তিনি উলিপুর থানায় অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে থেতরাই ইউনিয়নের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আজহারুল ইসলাম সোমবার (২৮ আগস্ট) ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। সরেজমিন মঙ্গলবার (২৯ আগস্ট) ঘটনাস্থলে গেলে আব্দুল করিম বলেন, আমাদের টিওবওয়েলের পানির সাথে ঘুমের ঔষধ জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা, দলিলসহ মূলবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে বুদুরাম ও পরিমলের সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল করিমের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সে কারনেই আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছেন।

আরও পড়ুন : ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

উলিপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) আজহারুল ইসলাম ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা কি জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা