জোয়ারের পানিতে রায়পুরে ২০ গ্রাম প্লাবিত
সারাদেশ

জোয়ারের পানিতে রায়পুরে ২০ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক:

টানা চার দিনের প্রবল বর্ষণ ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে লক্ষ্মীপুর রায়পুরের উপকূলীয় চারটি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

২০টি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন লোকজন। ডুবে গেছে কৃষকের ফসল। ভেসে গেছে শতশত পুকুর ও ঘেরের মাছ। মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, প্লাবিত হয়েছে উত্তর চর-আবাবিল, দক্ষিণ চর-আবাবিল, উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজীমারা, চর কাচিয়া, জালিয়ার চর, কুচিয়ামোড়া, চরলক্ষ্মী, চরবংশী, চর ঘাশিয়া, টুনুর চরসহ ২০টি গ্রাম।

অস্বাভাবিক জোয়ারে কারণে নিন্মাঞ্চল এলাকার সংযুক্ত খাল, বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয়প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে হাঁটু পরিমাণ, কোথাও কোমর পানিতে ডুবে আছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার পুকুর, মাছের ঘেরের অন্তত অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে।
এদিকে জানা গেছে, এই অঞ্চলের অন্তত তিন হাজার পানের বরজ কোমর পানিতে তলিয়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি উপজেলা কৃষি অধিদফতর।

স্থানীয়রা জানান, গত কয়েক দশকেও এত পানি চোখে দেখেননি তারা। চরবংশী এলাকার কৃষক মো. হানিফ বলেন, দ্বিতীয় দফায় পরপর তিন দিন জোয়ারের পানিতে আমার বাড়ি তলিয়ে গেছে। এতে প্রায় ১.৫ একর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুরের মাছ ভেসে গেছে। চরম দুর্ভোগে রয়েছি আমি ও আমার পরিবারের লোকজন। একই সুরে কথা বলেন ওই এলাকার বৃদ্ধ আবুল কালাম গাজীসহ অনেকেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, প্রবল বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধির কারণে বেড়িবাঁধের বাইরে বেশকিছু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, সড়কের গাছসহ ফসল ও মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে...

গণতন্ত্র ফেরাতে সবাইকে আসতে হবে নির্বাচনে: মির্জা ফখরুল 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নে...

মোরেলগঞ্জে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে মাঠে সবুজের সমারোহ। মোরেলগঞ্জ উপ...

জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথিরা

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হুথিরা ইয়ামেনের রাজধানী সানায় জাতিসংঘ...

বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রভর্তি ট্রলি...

দুর্ঘটনার পর কিছু স্টেশনে মেট্রোরেল চলাচল শুরু

দুর্ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানিয়ে...

এক এনআইডিতে সাত সিমের সীমানা নির্ধারণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির নামে সিমকার্ড রেজিস্ট্রেশনের সংখ্...

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত একজন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং...

খরচ কমাতে জাইকা পর্যালোচনা

ঢাকার মেট্রোরেল নির্মাণ ব্যয় ভারতের পাটনা, পুনে ও ইন্দোরের তুলনায় প্রায় পাঁচগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা