ছবি : সংগৃহিত
সারাদেশ

পাঁচগাঁওয়ে নৌকার জয়, ইভিএম ভোগান্তিতে ভোটাররা!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউপিতে নির্বাচনে বাংলাদেশ আ'লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম সুমন হালদার জয়ী হয়েছেন।

আরও পড়ুন : দুই পুলিশ ক্লোজড

তিনি ২০৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের শেখ সেলিম পেয়েছেন ১৭৮৫ ভোট।

সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়। তবে, ইভিএমে ভোট হওয়ায় ভোট চলে ধীরগতিতে। ফলে ভোট সম্পূর্ণ হতে অনেক কেন্দ্রে রাত হয়ে যায়।

বিশেষ করে পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়, দশত্তর শামসুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁইচ মালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ভালুকায় কিশোরির ঝুলন্ত লাশ উদ্ধার!

সরেজমিনে, পাঁচগাঁও ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়, গারুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ,গণাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে ভোটারদের কেন্দ্রের বাহিরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখাযায়। দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থেকে আক্ষেপ প্রকাশ করতে থাকেন ভোটাররা।

দুপুর ১২ টার দিকে পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে গেলে ভোটাররা একযোগে ইভিএম পদ্ধতিতে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় ভোট কেন্দ্রের বাইরে কয়েকশ নারী ও পুরুষকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন : নোয়াখালীতে গাড়ি চাপায় যুবকের মৃত্যু

কেন্দ্রগুলোর ২০ থেকে ২২ জন ভোটারের সঙ্গে কথা হলে তারা জানান, এর আগে তারা কখনও ইভিএম মেশিনে ভোট দেইনি। এটিই প্রথমবার ইভিএমে ভোট দেওয়া।

বিষয়টি সম্পূর্ণ নতুন হওয়ায় কিভাবে ভোট দিতে হবে কেউ তা জানে না। এ বিষয়ে কোনো প্রচার-প্রচারণাও ছিল না। ভোট দিতে এসে সব ভোটারদের ভোগান্তিতে পড়তে। কেন্দ্রের বাহিরে প্রচুর রোদ।তাই অনেকে ভোট না দিয়ে ফিরে যায়।

চাঠাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১ টার দিকে দেখা যায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এসএম শওকত ইমরান ভোটারদের সামনে দাঁড়িয়ে বারবার ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শিখাচ্ছেন। কিন্তু তারপরেও কেন্দ্রের ভিতরে গিয়ে ঠিকমতো ভোট দিতে পারছে না ভোটাররা।

আরও পড়ুন : সাজেকে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৪

পাঁচগাঁও ওয়াহিদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় বেলা বারোটার দিকে ভোটার সবুজ বাগ বলেন, সকাল সাড়ে ৮ বাজে ভোট দিতে এসে লাইনে দাঁড়াই‌। প্রচন্ড রোদের কারণে দীর্ঘ ৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি। আর দাঁড়াতে শক্তি পাচ্ছিলাম না পরে লাইনে ছেড়ে চলে যাই। এখন আবার সিরিয়াল কমলে পরে ভোট দিবো।

একই চিত্র দেখা যায়, চাঠাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখাকানকার আরেক ভোটার মন্ডলী ভদ্র কৃষ্ণ দাস বেলা পৌনে ১১ টার দিকে বলেন, সকাল আটটা থেকে কেন্দ্রে এসে দাঁড়িয়ে আছি। ভোটাররা ভেতরে গেলে আর আসছেনা। ইভিএম কোন প্রচারণা ছিলনা। মানুষের অভিজ্ঞতা নেই। এমন ভোটের কারনে সবাই ভোগান্তিতে পড়েছি।

কেন্দ্রটির সহ-সহকারি প্রিসাইডিং কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ইভিএমে কিভাবে ভোট দিতে হয় ভোটাররা জানেনা। নির্বাচন অফিস থেকেও এই বিষয়ে ভোটারদের অবগত করা হয়নি।

ভোটাররা ভিতরে এসে ঠিকমতো ভোট দিতে পারছেন না। আমরা তাদেরকে শিখিয়ে দিয়েছি। এরপরে অনেকে ভুল করছেন। এ কারণে সময়টা বেশি লাগছে।

আরও পড়ুন : কয়েলের আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

গণাইসার কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা

দেবাশীষ সিংহ বলেন, এর আগে ইভিএমে ভোট দেয়নি এখানকার ভোটাররা। এই জন্য কিছুটা বিরক্ত হচ্ছে তারা। তবে আমরা মানুষজনকে বুঝিয়ে দিচ্ছি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম সুমন হালদার ২০৩৩ ভোট পেয়ে ওই ইউনিয়নে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন শেখ সেলিম। তিনি ইভিএম এ ভোট গ্রহণে ধীর গতির ব্যাপারে বলেন ইভিএম ভোট দেওয়ার অভিজ্ঞতা না থাকায় ভোটগ্রহণে একটু বিলম্বিত হয়েছে। তবে সম্পূর্ণ সুস্থ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : হরিণের মাংসসহ দুই ক্রেতা আটক

পাচঁগাঁও ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৯৬ জন। ৮৮৫৯ ভোট কাস্টিং হয়েছে। মোট ১০ টি ভোট কেন্দ্রের ৩৫টি বুথে ইবিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ১০ জন,২৭ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রসঙ্গত, নদী ভাঙনে সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় এ নিয়ে পূর্বে উচ্চ আদালতে মামলা ছিল। এজন্য দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা