আড়াই ঘন্টা পর বাস চলাচল শুরু ১৯ রুটে
সারাদেশ

আড়াই ঘন্টা পর বাস চলাচল শুরু ১৯ রুটে

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: রূপাতলী বাস মালিক সমিতির নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে থ্রি-হুইলার থেকে যাত্রী নামিয়ে বাসে তুলে নেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। আবার বাস মালিক সমিতির কথামতো রুটে না চললে থ্রি-হুইলার চালকদের মারধর করারও অভিযোগ পুরোনো। থ্রি-হুইলার শ্রমিকরা প্রতিবাদ করায় হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয় বরিশাল রূপাতলী বাস মালিক সমিতি।

অভিযোগ তোলে, বাসশ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এভাবে আড়াই ঘন্টা দক্ষিণাঞ্চলের ১৯ রুটে বাস চলাচল বন্ধ রাখার পর ফের বাস চলাচল শুরু করে বাস মালিক সমিতি।

দীর্ঘদিন ধরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠি ভোলার রাস্তার মোড়ে রূপাতলী বাস মালিক সমিতির নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে বাসমালিক ও শ্রমিক নেতাসহ ওই এলাকার মাস্তান প্রকৃতির যুবকদের রাখা হতো বলে অভিযোগ করেছেন থ্রি-হুইলার চালকরা।

চেকপোস্টে আলফা-মাহিন্দ্রা, হলুদ অটো, সিএনজি এবং রিকশা থেকে যাত্রী নামিয়ে রেখে তা রূপাতলী বাস মালিক সমিতির আওতায় চলাচল করা বাসে তুলে দেওয়া হচ্ছিল।

লকডাউন শিথিলের পর থেকে সেই চেকপোস্ট নির্ধারিত নিয়মেই বসছিল। সদ্য সম্পন্ন ঈদ-উল-আযহায় বাস মালিক সমিতির চেকপোস্ট আরও জোরালো করা হয়। চেকপোস্টে কমিউনিটি পুলিশের সদস্যরাও যাত্রী নামিয়ে রাখতেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে রাখার চেষ্টা করা হলে চেকপোস্টের বাসমালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মাহিন্দ্রা শ্রমিকদের বাদানুবাদ হয়। একপর্যায়ে মাহিন্দ্রা শ্রমিকরা চেকপোস্টের চেয়ার ভাংচুর করে বলে দাবি করেছে বাস মালিক সমিতি।

রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন দাবি করেন, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচল করে আসছে। বাসমালিক-শ্রমিকদের প্রতিনিধিরা সেই থ্রি হুইলার বন্ধের চেষ্টা করে আসছেন। এ সময় মাহেন্দ্র শ্রমিকরা বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের ওপর হামলা চালান। খবর পেয়ে মালিক-শ্রমিকরা তাৎক্ষনিক বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দেওয়ায় সকাল ১০টার দিকে ফের ওইসব রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. মাসুদ রানা জানান, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যারা দোষী হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডাকসু নির্বাচনে যেভাবে ভোট দেবেন ভোটাররা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ...

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রে...

নেপালের পার্লামেন্ট জেন-জি বিক্ষোভকারীদের দখলে, কারফিউ জারি,নিহত ১৩

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ ও সরকারের দুর্নীতি বিরুদ্ধে জেন...

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিন্তি (২৩) ও তার মা তাহ...

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় মহাসড়ক অবরোধ...

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত সি...

‘নুরাল পাগলা’র মাজারে হামলা: নিরপরাধ কাউকে হয়রানি নয়, বললেন ডিআইজি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা-ভাঙচ...

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় মহাসড়ক অবরোধ...

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিন্তি (২৩) ও তার মা তাহ...

কাঠমাণ্ডুতে ‘হোটেলে আটকা’ জামাল-মিতুলরা

নেপালে সরকার বিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। কুটনীতিকদের এলাকাগুলোতে (ডিপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা