টানা বর্ষণে  দুর্ভোগে চট্টগ্রামে 
সারাদেশ

টানা বর্ষণে  দুর্ভোগে চট্টগ্রামে 

সান নিউজ ডেস্ক : বর্ষার শুরুতে দুদিন ধরে টানা ভারি বৃষ্টিতে রাতের বেলা হাঁটু পর্যন্ত পানি জমে।শনিবার সকালে তা খানিকটা নেমে গেলেও জলাবদ্ধ পরিস্থিতিতে দুর্ভোগে পড়েন নগরবাসী। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও চান্দগাঁওসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: পদ্মা নদীতে দুই ফেরির সংঘর্ষে নিহত ১

গত দুদিনের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে এসব সড়কে যানবাহনও কম ছিল। বৃষ্টির কারণে সাধারণ মানুষ ঘর ছেড়ে বের হননি। তবে কর্মস্থলমুখী লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে অনেক সড়কে সিএনজি অটোরিকশার স্বল্পতা ছিল। । পাশাপাশি অন্য সময়ের চেয়ে বেশি ভাড়াও গুণতে হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। ভারি বর্ষণ না হলেও আগামী কয়েকদিনে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।”
পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাবে বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেখানে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অপরদিকে আমবাগান আবহাওয়া অফিসের হিসাবে, বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০৪ দশমিক ৫ মিলিমিটার।

গত পরশু থেকে নগরীতে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে বহদ্দারহাট, কেবি আমান আলি রোড, বাদুরতলা, কাপাসগোলা, হালিশহর, ষোলশহর দুই নম্বর গেইট, মুরাদপুর, শুলকবহর, কাতালগঞ্জ, বাকলিয়া, চকবাজারসহ বিভিন্ন এলাকায় পানি জমে। নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারেও নিচেও রাতে পানি জমে। তবে শনিবার সকালে বৃষ্টির তীব্রতা কমে আসায় পানি নেমে যেতে শুরু করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের হিসেবে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ ২৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সীতাকুণ্ডে রেকর্ড হয়েছে ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত।
এদিকে ভারি বর্ষণের ফলে নগরীর আকবরশাহ এলাকায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজন সরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা