সেলফি তুলছেন অভিযুক্ত দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদের নৈশ প্রহরী বেলাল হোসেন। পাশে তার অপকর্মের অন্যতম মদদ দাতা একই উপজেলার পিআইও অফিসের কর্মচারী বেলাল হোসেন (ছবি: সংগৃহীত)
সারাদেশ

ঘর দিতে চেয়ে আদিবাসী নারীকে ধর্ষণচেষ্টা

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সখ্যতা গড়ে তোলে আদিবাসী ভূমিহীন নারীকে (২৫) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদের নৈশ প্রহরী বেলাল হোসেন (৪৫)। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম। তবে অজ্ঞাত কারণে অভিযোগের আইনি সমাধান না করে সময়ক্ষেপণ করছেন তিনিও।

আরও পড়ুন: ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত

স্থানীয়রা অভিযোগ করেছেন, নৈশ প্রহরী বেলাল হোসেন ছোট পদে চাকরি করলেও স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে নানারকম অপকর্ম আসছেন। তার বিরুদ্ধে অসহায় অনেক নারীর সর্বনাশ মতো আরও অনেক অভিযোগ রয়েছে। বেলাল অনেক অপকর্ম করেও পার পেয়ে গেছেন। তার অপকর্মের অন্যতম মদদ দাতা একই উপজেলার পিআইও অফিসের কর্মচারী বেলাল হোসেন। তিনি ওই উপজেলার রামচন্দ্রপুরের স্থানীয় বাসিন্দা। মূলত দুই বেলালের যৌথ নেতৃত্বে বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে উপজেলা জুড়ে তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে। এই চক্রটি উপজেলার বিভিন্ন সম্পদ লুটপাট, নারী নির্যাতনসহ নানারকম অপকর্মে জড়িত। ছোট পদে চাকরি করলেও কর্মকর্তাদের খাস লোক হিসেবে তাদের কাছে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। এমনকি তাদের ক্লিয়ারেন্স ছাড়া ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি পর্যন্ত গ্রেফতার হয় না বলেও ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেছেন।

এদিকে, অভিযোগ উঠেছে, অভিযুক্ত বেলাল হোসেনকে রক্ষা করতে উঠেপড়ে লেগেছে একটি প্রভাবশালী চক্র। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম বরাবর অভিযোগ দেওয়ার পর কোনো প্রতিকার পাননি। উল্টো হুমকি-ধামকির শিকার হচ্ছে ওই নারী ও তার স্বামী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আদবাসী নারীর স্বামী একজন ভ্যানচালক। তাদের কোনও জমি নেই। বন বিভাগের জমিতে তারা একটি ঘর করে থাকতেন। কিছুদিন আগে বন বিভাগ তাদের সেই ঘরটি ভেঙে দেয়। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসেন। তাদের সমস্যার কথা জানতে পেরে উপজেলা পরিষদের নৈশ প্রহরী বেলাল হোসেন তাদের প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সখ্যতা গড়ে তোলেন। ঈদের দিন (৩ মে) বিকেলে ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বেলাল সেখানে যান। এ সময় ওই নারীকে জাপটে ধরে ধর্ষণচেষ্টা করেন। ওই গৃহবধূ চিৎকার দিলে বেলাল পালিয়ে যান। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোমের কাছে অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত বেলাল হোসেনের মোবাইল ফোনে বারবার কল দিলেও নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: শিশুকে জিম্মি করে মা-খালাকে গণধর্ষণ

অন্যদিকে, অভিযুক্ত বেলাল হোসেনকে আশ্রয়দাতা হিসেবে পরিচিত পিআইও অফিসের বেলাল হোসেন বিষয়টি এড়িয়ে যান এবং এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম গণমাধ্যমকে জানান, তিনি এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। বেলালের বিরুদ্ধে ইতোপূর্বের এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। বেলালের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা