শহরের অপরাধের নেপথ্যে রোহিঙ্গারাই
সারাদেশ

শহরের অপরাধের নেপথ্যে রোহিঙ্গারাই

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘কিছু মানুষ নিজ স্বার্থ হাসিলের জন্য রোহিঙ্গাদের এনে শহরের বন-জঙ্গলে রাখছে। তাদের ব্যবহার করা হচ্ছে জমি দখলসহ নানা অপকর্মে। এদের কোন ভবিষ্যত নাই। শহরের অপরাধের নেপথ্যে এই রোহিঙ্গারা অন্যতম। তাদের সাথে কিছু ছিন্নমূল মানুষও অপরাধে জড়িয়ে পড়ছে। তাই অপরাধ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার।’

আরও পড়ুন: নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই

বুধবার (১৩ এপ্রিল) বিকালে হোটেল গ্যালাক্সি রিসোর্টের সম্মেলন কক্ষে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি আয়োজিত হোটেল কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিনি আরও বলেন, ‘কক্সবাজারে দেশী-বিদেশী পর্যটক আসে। বেড়াতে আসা লোকজনের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। তাই তাদের তথ্য নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। যাতে দেশের স্বার্থ রক্ষা হয়। এছাড়া পর্যটকদের সেবা দিতে এখনো পেশাদার কর্মকর্তাদের অভাব আছে। এই প্রশিক্ষণ তাদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলবে। মনে রাখতে হবে কর্মঠ মানুষের কোন মৃত্যু নেই। তাই করোনায় পিছিয়ে যাওয়া অর্থনীতিকে সবার প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে।’

হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিমসহ সংশ্লিষ্টরা।

কক্সবাজারের পর্যটকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ও পর্যটন শিল্পের উন্নয়নে হোটেল কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ৭ দিনব্যাপি এই কর্মশালায় হোটেল-মোটেল থেকে বাছাইকৃত ৩০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। কর্মশালায় দেশসেরা প্রশিক্ষকরা তাদের প্রশিক্ষণ দিচ্ছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা