সারাদেশ

ভালুকায় বিদ্যুতের ভেলকিবাজিতে নাকাল জনজীবন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের ভেলকিবাজিতে নাকাল হয়ে পড়েছেন উপজেলাবাসী।

আরও পড়ুন: বিনামূল্যে টিকাদানে অগ্রাধিকার দিয়েছে সরকার

ভয়াবহ লোডশেডিংয়ে ঘণ্টাব্যাপি বিদ্যুৎতের লোডশেডিংয়ে বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহক। তাও আবার রমজানের সেহেরি, ইফতার ও তারাবিতে একেবারেই বিদ্যুৎ মেলে না। ফলে এ এলাকার মানুষের নাভিশ্বাস অবস্থা। বিদ্যুতের লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তোলপাড়।

কেউ কেউ বলছেন, লোডশেডিংয়ে সরকারের সুনাম নষ্ট করতেই বিদ্যুতের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী এ অবস্থার তৈরি করছে। ফলে সরকারের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে।

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমে জনসাধারণের মাঝে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। বিশেষ করে শ্রমজীবীদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অব্যাহত লোডশেডিং এর কারণে শিক্ষার্থীদের পড়ালেখা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তাপদাহ বৃদ্ধির কারণে নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায়ই বন্ধ রাখতে হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজার হবে বিশ্বের দ্বিতীয় সিঙ্গাপুর

লোডশেডিং বর্তমানে ভালুকা উপজেলার নিত্যদিনের সঙ্গী। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় সময়ের বেশি বিদ্যুৎ থাকে না। যে কারণে মানুষ প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে। পৌরসভা-ইউপিতে ঘণ্টাব্যাপি বিদ্যুৎতের লোডশেডিং দিয়ে জনগণকে বিভ্রান্তিতে ফেলছে। ফলে দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীরা পড়াশোনা ঠিকভাবে করতে পারছে না। লোডশেডিং থাকার পরও বিল দিতে হচ্ছে অনেক বেশি। ফলে বিদ্যুৎ বিভাগ হাতিয়ে নিচ্ছে অনেক টাকা। সরকারের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। ভালুকা বাজারের ব্যবসায়ী হাবীবুর রহমান বলেন, বিদ্যুতের ভেলকিবাজিতে আমরা দিশেহারা। লোডশেডিংয়ের কারণে কাজ তো করতেই পারি না, বরং ইলেকট্রনিক্স যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ভালুকা উপজেলার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনারুজামান কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারা দেশের গ্যাসের সমস্যা জনিত কারণে, বিদ্যুৎ উৎপাদন কিছু জায়গায় আংশিক-বন্ধ অবস্থায় রয়েছে, এর কারণে চাহিদা মত বিদ্যুত বিতরণে সমস্যা হচ্ছে। এ পরিস্থিতি থেকে বিদ্যুৎ বিতরণ স্বাভাবিক পর্যায়ে যাবার বিষয়ে নিদিষ্ট সময় জানা নেই। তবে বিদ্যুতের এ অবস্থা থেকে সমাধানের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা