সারাদেশ
সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয় 

কাঠালিয়ায় প্রধান শিক্ষকসহ ৫ জনকে শোকজ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধ দাতা সদস্য করার বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া ১০ দিনের মধ্যে তার জবাব দিতে শোকজ করেছে আদালত। বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য শহিদুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সহকারী জেলা জজ আদালতে (কাঠা) এ মামলা (নং ৪৬/২২) দায়ের করেন।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

একই আদালত আগামী ১৭ মে পর্যন্ত মামলার বাদী ও ৫ বিবাদীর উপর স্থিতিবস্থা জারি করেছে। এর ফলে ২১ মার্চ নির্ধারিত ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানও স্থগিত হয়ে গেছে।

রোববার (২০ মার্চ) আদালতের নির্দেশ বিবাদীদের কাছে প্রেরণ করা হয়েছে বলে বাদীর আইনজীবী এড. তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগে করা হয়েছে, সরকারি বিধিমালা অনুযায়ী যেকোন মাধ্যমিক বিদ্যালয় তহবিলে ২লাখ টাকা অনুদান দিয়ে স্থায়ী দাতা সদস্য ও ২০ হাজার টাকা প্রদান করে এক বছরের জন্য (অস্থায়ী) দাতা সদস্য করা যাবে। তবে এক্ষেত্রে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের কমপক্ষে ৬মাস পূর্বে ব্যাংক হিসাবে অনুদান প্রদানের জমা রশিদ রাখতে হবে। অথচ সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২১ মার্চ নির্ধারিত ম্যানেজিং কমিটির নির্বাচনে মোঃ কামরুল হাসান ও মেহেদী হাসান নামে দুই ভাইকে বিধিবহির্ভূতভাবে দাতা সদস্য উল্লেখ করে ভোটার তালিকাভূক্ত করা হয়েছে।

আরও পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত ভোটের তালিকায় উদ্দেশ্য মূলকভাবে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে গোপনে এ কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। মামলায় বিধিবহির্ভূতভাবে দাতা সদস্য হওয়া মোঃ কামরুল হাসান, মেহেদী হাসান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, ম্যানের্জি কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন ও বিদ্যালয় পরিদর্শক বরিশাল শিক্ষা বোর্ডসহ ৫জনকে বিবাদী করা হয়েছে।

এছাড়াও স্থানীয় একটি সূত্র জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী মহলের সাথে আতাঁত করে শীগ্রই ভারমুক্ত হয়ে প্রধান শিক্ষক হওয়ার চুক্তিবদ্ধ হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রধান শিক্ষক পদোন্নতীর জন্য নিজের অনুগত লোকদের নিয়ে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গোপনে এই দুজনকে দাতা সদস্য হিসাবে অন্তভূক্ত করেছেন।

আরও পড়ুন: ইতিহাস বিকৃতিকারী কখনও ক্ষমা পাবে না

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, তিনি আদালতের শোকজ ও স্থিতিবস্থা জারির বিষয়টি আজ (রোববার) প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে শুনেছেন। তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিধি-বিধান অনুযায়ী দাতা সদস্য নেয়া হয়েছে এখানে বিধিবহির্ভূত কোন কিছুই করা হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা