সারাদেশ
ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচন 

ভুয়া পরিচয়ে সভাপতিকে বৈধ ভোটার করার অভিযোগ

প্রকৌশলী এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্তের পেশাগত পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। কোন পত্রিকায় নিয়োগে তিনি ভোটার সেটাই সুরাহা করতে পারছেন নির্বাচন পরিচালনা কমিটি। কারণ যে পত্রিকার পরিচয়ে ভোটার হয়েছেন তিনি ঝালকাঠি বার্তা নামে সেই পত্রিকায় নেই। অনেক আগেই অন্য একটি পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে যোগদান করেন। 

বিষয়টি জানিয়ে যথাযথ ব্যবস্তা নেয়ার জন্য পত্র দিয়েছেন প্রেসক্লাবের অপর সদস্য ঝালকাঠি বার্তা পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম। কিন্তু তার কোন ব্যবস্থা না নিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার ও নির্বাচন পরিচালক আনোয়ার হোসেন আনু চিত্ত রঞ্জনকে ভোটারের বৈধতা দিয়েছেন।

তাই প্রশ্ন উঠেছে কি ভাবে চিত্ত রঞ্জন ক্লাবের সভাপতি হয়ে তিনি তার অনিয়মকে সমর্থন করেন এবং আসন্ন নির্বাচনের ভোটার হলেন। এ প্রশ্নের সূত্র ধরেই বিতর্কিত হয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালক দু’জনই। বিন্তু তিনি ঝালকাঠি বার্তা ছেড়ে যে পত্রিকায় যোগদান করেন সেই গাউসিয়া নামের পত্রিকাটি বর্তমানে তথ্য মন্ত্রনালয়ের নির্দেশে প্রকাশনা বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সাইবার ট্রাইব্যুরাল আদালতে চার্জশিট দিয়েছে পিবিআই।

মামলাটির বাদী সাংবাদিক বশির আহমেদ। এছাড়া বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও সেতুমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচি মন্তব্য করায় একই আইনে পৃথক মামলা দায়ের করা হয়। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা এ মামলার বাদী হন।

এছাড়াও স্বার্থ হাসিলসহ নানা অনিয়মের মাধ্যমে সাংবাদিকদের স্বার্থ বিরোধী কাজ করে প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ উঠেছে আক্কাস সিকদারের বিরুদ্ধে। এ অবস্থায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি কেন সভাপতির বৈধ নিয়োগ না থাকা সত্বেও বিষয়টি সুরাহার উদ্যোগ নেননি তা সর্বমহলে পরিস্কার।

সদস্য চিত্ত রঞ্জন দত্তকে ভোটার করার বিষয়ে এক পত্রের জবাবে ঝালকাঠি বার্তা পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, আমার ব্যর্থতা থাকতেই পারে। কিন্তু সকল সদস্যদের নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তের কপি সরবরাহ করা হলেও আমাকে তা দেয়া হয়নি। তাই খসড়া ভোটার তালিকা সম্পর্কে আমি অবগত হতে পারিনি। চিত্ত রঞ্জন দত্তের ভোটারের বিষয়ে যথা সময়ে আমি আপত্তি জানাতে পারিনি। এছাড়াও কোন পত্রিকার সম্পাদক কারো নিয়োগ বাতিল করলে প্রেসক্লাবকে জানাতে হবে এমন কথা হাস্যকর।

সম্পাদক মাহবুবুল আলম আরও জানান, ‘চিত্ত রঞ্জন দত্তের নিয়োগ বাতিলের বিষয়টি আমার জানা নেই’ ক্লাব সম্পাদকের এমন মন্তব্য মোটেই যুক্তি সংগত নয়। এর প্রমাণ স্বরুপ আরেকটি মিডিয়ায় যোগদান করা পত্রিকা ৮ জুলাই ২০২১ তারিখ আক্কাস সিকদার, ঐ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদক হিসেবে চিত্ত রঞ্জন এবং প্রকাশক আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের হাতে তুলে দেন। ভুয়া ভোটার সাজিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এই ক্লাবে আধিপত্য বিস্তার করে ফায়দা হাসিলের প্রমাণ আর কি হতে পারে এমটাই মন্তব্য সচেতন মহলের।

ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, ঝালকাঠি প্রেসক্লাবে সিন্ডিকেট করে যে বা যারা বিতর্কিত করেছে তাদের ডাকে ঐ নির্বাচনের পরিচালক হয়ে আনু ভাইও বিতর্কিত হলেন।

ঝালকাঠি বার্তা’য় না থেকেও ওই পত্রিকার নামে ভোটার হলেন কিভাবে এমন প্রশ্নের জবাবে চিত্ত রঞ্জন দত্ত বলেন, আমি আপাতত কোন মতামত দিব না। এ প্রসঙ্গে চিঠি চালাচালি হয়ে গেছে। আমার বক্তব্য পরে জানাব।

নির্বাচন পরিচালক আনোয়ার হোসেন আনু জানান, নির্বাহী পরিষদ আমাকে যে তালিকা দিয়েছে আমি সে তালিকায় নির্বাচন করছি।

এ তালিকা যাচাইয়ের দায়িত্ব আপনার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি সম্পাদককে বলেছিলাম সংশোধনী দেয়ার জন্য। তিনি বলেছে এ বিষয়ে আমাকে অবগত করে আপনাকে অনুলিপি দিয়েছে। আমি পত্রের জবাব দিয়েছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা