সারাদেশ

১১ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার ২৫ হাজার টাকা!

চট্টগ্রাম প্রতিনিধি:

অক্সিজেন সিলিন্ডার একটির মূল্য ১১ হাজার টাকা হলেও তা ২২ থেকে ২৫ হাজার টাকা বিক্রি করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এমন অভিযোগে নগরের সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্কের মালিক দিলীপ কুমারকে এক লক্ষ টাকা জরিমানা করে।

সোমবার (০৭ জুন) দুপুরে নগরের আন্দরকিল্লা, সদরঘাট ও প্রবর্তক মোড় এলাকার অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, সার্কিক্যাল পণ্য এবং মাস্ক বিক্রির দোকানে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

এর আগে একইদিনে হাজারী গলির ২৯ ফার্মেসিকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, ‘নিজেদের ইচ্ছামত সিলিন্ডার প্রতি প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি, মিটার প্রতি ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত লাভ করা, বাজারে সিলিন্ডার ও মিটারের কৃত্রিম সংকট তৈরি, কোন ধরনের ইনভয়েস ও ব্যাবসা সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারাসহ নানা অভিযোগে সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্কের মালিক দিলীপ কুমারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।’

তিনি বলেন, ‘করোনাকালে চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডারসহ নানা সার্কিক্যাল পণ্যের জন্য মানুষের প্রাণ ওষ্ঠাগত। অথচ একটি অসাধু চক্র করোনা পরিস্থিকে পুঁজি ও জনগণকে জিম্মি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।'

অভিযানে আন্দরকিল্লার তাজ সার্জিক্যাল ও নিপা সার্জিক্যালে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। এবি সার্জিক্যাল ও প্রবর্তক মোড়ের কে কোবরা সার্জিক্যাল বন্ধ পাওয়া যায়।

জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প...

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারির বিরুদ...

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা